জল বাড়ল কোপাইয়ে, বাঁধ ভাঙা, বন্যার আতঙ্কে বাসিন্দারা

কোপাই নদীতে জল বাড়তেই আতঙ্ক ছড়াচ্ছে চারদিকে। এখন এমনই পরিস্থিতি বীরভূমে। কোপাই নদী ছাড়াও অন্যান্য নদ-নদীগুলিতে জল বাড়ার ফলে বন্যার আতঙ্কে রাতের ঘুম উড়েছে বীরভূমের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের।

বীরভূমের লাভপুর ব্লকের অন্তর্গত ঠিবা গ্রাম পঞ্চায়েতের কাঁদরকুলো সহ বেশ কিছু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়াও গ্রামে ঢোকার যে সেতুর রয়েছে সেগুলোর উপর দিয়েও জল বইছে। এসবের মধ্যে আবার এলাকার বাসিন্দাদের সবচেয়ে বেশি আতঙ্কে ফেলেছে নদী বাঁধ। কেননা এই নদী বাঁধ ভেঙ্গেই প্রবল সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বাসিন্দাদের। যে কারণে তারা বাঁধ মেরামতির দাবি তুলেছেন।

আরও পড়ুন: বৃষ্টি ভাল, কিন্তু অতিবৃষ্টি! দেখুন মানুষগুলোর কী পরিস্থিতি

কোপাই নদীর উপর জল বৃদ্ধি পাওয়ার ফলে নদীর উপর ব্রিজে কোন ব্যক্তি যাতে দাঁড়িয়ে না থাকতে পারেন তার নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়াও কঙ্কালিতলা, আদিত্যপুর সহ বেশ কিছু জায়গায় জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।