ভারতীয় রেল মন্ত্রক একের পর এক প্রকল্পের উদ্বোধন করে সাধারণ মানুষকে উপহার দিচ্ছে। এরই মাঝে সব বাঁধা কাটিয়ে দীর্ঘ পনেরো বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। বঙ্গের কৃষ্ণনগর-আমঘাটা রেলপথে ট্রেন পরিষেবা আবারও এর যাত্রা শুরু করতে চলেছে। ট্রেন লাইনের কাজ ইতিমধ্যেই সমাপ্তির পথে। চলতি মাসেই রেল পরিষেবা চালু করার কথা উঠে আসছে। একটি হারিয়ে যাওয়া রেলপথের ফিরে আসা ভারতীয় রেলের কাছে এক বিরাট ইতিবাচক ভূমিকা রাখে।
পূর্বে কৃষ্ণনগর-আমঘাটা লাইনে একটি ছোট ট্রেন চলাচল করত, এটি একটি ন্যারোগেজ লাইন ছিল। এই পরিষেবা কৃষ্ণনগরকে নবদ্বীপ ধামের সঙ্গেও যুক্ত করেছিল, কিন্তু বিগত বছর ধরে তা বন্ধ ছিল। এখন নতুন করে পয়লা বৈশাখের আগে এই রুটে ট্রেন চলবে ব্রডগেজ লাইনে। এই ব্রডগেজ লাইনটি পুরানো ন্যারোগেজ পদ্ধতির তুলনায় আরও সহজ ও দ্রুত পরিষেবার প্রদান করবে।
আরও পড়ুন:Raxaul-Haldia Expressway: মাত্র ৩ ঘণ্টায় কলকাতা থেকে দেওঘর! আসছে ৭১৯ কিমি দীর্ঘ এক্সপ্রেসওয়ে
কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত নতুন ব্রডগেজ ট্রেন পরিষেবা চলতি মাসেই শুরু হতে পারে সব রকম পরিস্থিতি ঠিক থাকলে। রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১০ নাগাদ সালে এই লাইনে ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।
জানা গিয়েছে, রেল বিভাগ ২৭ কিলোমিটার লাইনের জন্য তহবিল অনুমোদন করেছে যা দিয়েই কাজ শেষ হয়েছে। এবার শেষ ধাপে পরিষেবা শুরু করার আগে শিয়ালদহের সিনিয়র ডিওএম পঙ্কজ যাদব নিশ্চিত করেছেন যে লাইনটি জেনারেল ম্যানেজার এর কাছ থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পর্ব মিটলে পুনরায় ট্রেন চলাচল করবে। এই ট্রেন এবার চালু হলে নিত্য যাত্রীদের যাতায়াতে অনেক সুবিধা হবে বলেই আশা করা হচ্ছে।