বাদামের পর মাছ, স্টুডিওতে পা রাখলেন কুশল বাদ্যকর

নিজস্ব প্রতিবেদন : বাদাম বিক্রি করে এবং কাঁচা বাদাম গান গেয়ে ভাইরাল হয়েছিলেন বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর। ভুবন বাদ্যকর ভাইরাল হওয়ার পাশাপাশি বাদাম কাকু নামে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর বর্তমানে তিনি সেলিব্রেটিতে পরিণত হয়েছেন।

অন্যদিকে ভুবন বাদ্যকরের এই কাঁচা বাদামের পর দেখা যায় আরও এক বাদ্যকরকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে। নতুন যে বাদ্যকর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন তিনি মাছ বিক্রি করে ভাইরাল হয়েছেন। মাছ বিক্রি করার সময় নতুন এই বাদ্যকর ‘মাছ নেবেন দাদা, মাছ নেবেন’ গান গাইতে শুরু করেন। নতুন করে ভাইরাল হওয়া মাছ বিক্রেতা হলেন কুশল বাদ্যকর।

কুশল বাদ্যকর পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বাসিন্দা। তিনি সাইকেল চালিয়ে রোজ পাড়ায় পাড়ায় মাছ বিক্রি করেন। সবাই যখন গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছেন সেই সময় তিনিও একটি গান রচনা করেন এবং মাছ বিক্রি করার সময় সেই গান গাইতে শুরু করেন। তারপরেই একদিন সেই গান রেকর্ড হয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে ভাইরাল হন তিনি।

এবার এই কুশল বাদ্যকর ভুবন বাদ্যকরের মতোই স্টুডিওতে পা রাখলেন কুশল বাদ্যকর। তিনি তার মাছ বিক্রি করার গানটিকে স্টুডিওতে রেকর্ডিং করিয়েছেন এবং তা দিয়ে একটি মিউজিক ভিডিও তৈরি করিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর সেই ভিডিও এখন ভাইরাল হতে শুরু করেছে।

নতুন এই মিউজিক ভিডিওটিতে নাচ গানের পাশাপাশি রয়েছে..
“কড়াইয়ে তেল দেবেন
তার পরে ভালো করে ভেজে নেবেন
এর পরে কালে জিরে ফোড়ন দেবেন
আদা-রসুন পেষ্ট করে দিয়ে দেবেন
সব কিছু নেড়ে চেড়ে জমিয়ে কষিয়ে পরে
সপরিবারে মিলে বসে খাবেন
মাছ নেবেন দাদা মাছ নেবেন
এমন টাটকা তাজা মাছ
আর কোথায় পাবেন।”