Birbhum: বীরভূমের সেনা জওয়ান বীর সন্তান সুজয়কে শেষ দেখা দেখতে এসে কেঁদে ভাসালেন শত শত মানুষ

Birbhum: কাশ্মীরে জঙ্গি নিধন অভিযানে গিয়ে তুষার ঝড়ে প্রাণ যায় সেনা জওয়ান সুজয় ঘোষের। বীরভূমের বীর পুত্র সুজয় অসীম সাহসী এক তরতাজা যুবক। আর সেই সাহসিকতার সঙ্গেই তার পথ চলা শুরু হওয়ায় পেহেলগাঁও ঘটনার পর তাকে কাশ্মীরে পাঠানো হয়েছিল। তবে তার এমন পরিণতি হবে তা হয়তো কেউ ভেবে উঠতে পারেননি।

অনন্তনাগে জঙ্গি নিধনে বেরিয়ে তুষারঝরে সুজয় আহত হন এবং পরে চিকিৎসারত অবস্থায় মারা যান। এমন একজন শহীদের কফিনবন্দী দেহ শনিবার দুপুরবেলায় তার বাড়ি বীরভূমের (Birbhum) রাজনগরের কুন্ডিরায় আসে। যেখানে তাকে শেষ দেখা দেখতে শত শত মানুষ আগেই উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরা, এছাড়াও দল-মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সুজয়কে শেষ দেখা দেখতে এসে এদিন শত শত মানুষকে দেখা গেল কেঁদে ভাসাতে।

সুজনের কফিনবন্দি দেহ এদিন বীরভূমের (Birbhum) রাজনগর পৌঁছনোর পর ভারতীয় সেনাদের রীতি মেনে তাকে সম্মান জানানো হয়। পরে তার নিথর দেহ নিয়ে যাওয়া হয় বক্রেশ্বর শ্মশানে। যেখানে ভারতীয় সেনাদের রীতিনীতি মেনে আবারো সম্মান জানানো হয় এবং তারপরই তার শেষকৃত্য সম্পন্ন হয়।