বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, আবার কি দুর্যোগ, কি বলছে হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিয়েছে। হাওয়া অফিসের তরফে এমনটাই জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী রবিবার অর্থাৎ ১১ই জুলাই পশ্চিম-মধ্য ও তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই নিম্নচাপের কারণে পরবর্তী পাঁচ দিন প্রবল বৃষ্টি হতে পারে বলেও অনুমান করা হচ্ছে।

আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন এলাকার জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

তবে নতুন করে বঙ্গোপসাগরে যে নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিয়েছে তার প্রভাব কোন কোন এলাকায় পড়বে অথবা এই নিম্নচাপের কারণে বৃষ্টি কেমন হবে তার সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানা যায়নি।