আরও সহজ হচ্ছে নবদ্বীপ মায়াপুর ভ্রমণ! চালু হল নতুন পরিষেবা

নিজস্ব প্রতিবেদন : বাংলার বুকে যে সকল ঐতিহ্যবাহী এবং দর্শনীয় স্থান রয়েছে তার তালিকায় প্রথম সারিতেই নাম আসে নবদ্বীপ মায়াপুরের (Nabadwip Mayapur)। নবদ্বীপ মায়াপুর আগামী দিনে আরও ঐতিহ্যবাহী জায়গা হয়ে উঠবে নবদ্বীপের ইসকন মন্দিরের (Nabadwip Iskcon Temple) দৌলতে। এছাড়াও বছরের বিভিন্ন সময় এই নবদ্বীপ মায়াপুরে আগমন ঘটে ধর্মাবলম্বী দর্শনার্থীদের।

নবদ্বীপ মায়াপুর ভ্রমণ যাতে আরও সহজ হয় তার জন্য দীর্ঘদিন ধরেই প্রশাসনের তরফ থেকে নানান প্রচেষ্টা চালানো হচ্ছে। বৈষ্ণব নগরী মায়াপুরকে ঢেলে সাজানোর প্রচেষ্টা দীর্ঘদিন ধরেই চালানো হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর শান্তিপুর এবং মায়াপুরকে এক সূত্রে বেঁধে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশ মতো এবার শান্তিপুর এবং মায়াপুরকে এক সূত্রে বিরোধী পাওয়ার জন্য চালু করা হলো লঞ্চ পরিষেবা। সোমবার এই লঞ্চ পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। ভাগীরথীর বুকে নতুন এই লঞ্চ পরিষেবা পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

শান্তিপুর লঞ্চঘাট থেকে হুগলি গুপ্তিপাড়া ঘাট পর্যন্ত পারাপারের জন্য ইতিমধ্যেই দুটি লঞ্চ পরিষেবা চালু রয়েছে। এই দুটি লঞ্চ পরিষেবার মাঝেই এবার শান্তিপুর থেকে মায়াপুর পর্যন্ত পর্যটক স্পেশাল অত্যাধুনিক লঞ্চ পরিষেবা চালু করা হলো। নতুন যে পরিষেবা চালু হয়েছে তার পরিপ্রেক্ষিতে শান্তিপুর ঘাট থেকে লঞ্চটি ভাগীরথী জলঙ্গির মোহনা হয়ে মায়াপুরের ফেরি ঘাটে পৌঁছাবে। সেখানে কয়েক ঘন্টা হল্ট করবে ওই লঞ্চটি এবং পর্যটকদের মন্দির ঘুরিয়ে পুনরায় শান্তিপুর নিয়ে আসবে।

নতুন এই লঞ্চ পরিষেবার ফলে সড়ক পথের যানজট এড়িয়ে জলপথে খুব সহজেই শান্তিপুর থেকে পৌঁছে যাওয়া যাবে মায়াপুর। এর পাশাপাশি লঞ্চ পরিষেবার মধ্য দিয়ে পর্যটকরা যাতায়াত করার সময় উপভোগ করতে পারবেন নদীপথের সৌন্দর্য।