গাছের ডালে ওটা কী! হুবহু চিতা বাঘ! সাতসকালে আতঙ্ক মুর্শিদাবাদের ভরতপুরে

নিজস্ব প্রতিবেদন : মুর্শিদাবাদের (Murshidabad) মত জেলায় রবিবার সকাল থেকে চিতাবাঘের (Leopard) আতঙ্ক। স্থানীয় এক যুবক এদিন সকালবেলায় আম কুড়াতে এসে দেখতে পান হুবহু চিতা বাঘের মত দেখতে অন্য ধরনের একটি প্রাণী দাঁড়িয়ে রয়েছে স্কুলের পাড়ের পাশে। প্রাণীটিকে দেখেই তিনি আতঙ্কিত হয়ে থমকে দাঁড়ান। এরপর এলাকার বেশ কিছু কুকুর ওই প্রাণীটিকে তাড়া করলে প্রাণীটি একটি গাছের উপর চড়ে বসে।

ঘটনা জানাজানি হতেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে জড়ো হন। লাঠি ইত্যাদি নিয়ে ওই প্রাণীটি আসলে কি তা জানার জন্য খোঁচাখুঁচি শুরু করেন স্থানীয়রা। এরই মধ্যে ওই প্রাণীটি ঝাঁপ দিয়ে আখের ক্ষেতে ঢুকে যায়। স্থানীয় বাসিন্দারা যারা দেখেছেন তারা ওই প্রাণীটিকে চিতাবাঘ বলেই দাবি করছেন। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে আর বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে জড়ো হতে শুরু করেছেন।

অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বনদপ্তরের কর্মীরা। তবে বনদপ্তরের কর্মীদের আসার আগেই ওই প্রাণীটি এলাকা থেকে পগারপার হওয়ার ফলে তারা স্বচক্ষে সেটিকে দেখতে পাননি। তবে এলাকার বাসিন্দারা ওই প্রাণীটির কিছু ছবি এবং ভিডিও ক্যামেরাবন্দি করে রেখেছিলেন। সেই সকল ছবি এবং ভিডিও দেখে বনদপ্তরের কর্মীরা দাবি করেছেন, এটি চিতাবাঘ অথবা বাঘ নয়। এটি মেছো বিড়াল।

তবে স্থানীয় বাসিন্দারা বনদপ্তরের কর্মীদের এইভাবে ছবি দেখে মেছো বিড়াল দাবি করার বিষয়টি মেনে নিতে পারছেন না। তারা জানিয়েছেন, ওই প্রাণীটি চিতা বাঘের বাচ্চা নাকি সত্যিই মেছো বিড়াল তা ভালোভাবে তদন্ত করে জানাতে হবে বনদপ্তরের কর্মীদের। এর পাশাপাশি তারা জানিয়েছেন, যে জায়গায় এমন ঘটনাটি ঘটেছে অর্থাৎ মুর্শিদাবাদের ভরতপুর থানার হামিদপুর বাঘেশ্বরী মন্দিরের পাশে সেখানে একসময় বাঘ দেখা যেত।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বাঘেশ্বরী মন্দিরের সঙ্গে বাঘের সম্পর্ক বহু প্রাচীন। বাঘের উপর এই চেপে আসতে নেই বাঘেশ্বরী বাবা বলে কথিত আছে। অনেকেই এই ঘটনার সঙ্গে অলৌকিকতার প্রসঙ্গ টানলেও এলাকার বাসিন্দাদের একাংশ অজানা ঐ প্রাণীকে নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন। তারা জানিয়েছেন, বনদপ্তর ওই প্রাণীর আক্রমণে কারো কিছু না হওয়ার আগেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এলাকার বাসিন্দাদের আতঙ্ক দূর করুক।