PAN-Aadhaar Link: কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। এবার থেকে PAN কার্ডের সঙ্গে Aadhaar কার্ড সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের দাবি, এতে মিথ্যা বা একাধিক প্যান নম্বরের ব্যবহার বন্ধ হবে, কর ফাঁকি রোধ হবে এবং ডিজিটাল কেওয়াইসি প্রক্রিয়াকে আরও মজবুত করা যাবে।
নতুন কী নিয়ম
সরকারের নির্দেশ অনুযায়ী—
- নতুন আবেদনকারীরা (১ জুলাই ২০২৫ থেকে): যারা নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন, তাদের অবশ্যই আধার নম্বর দিতে হবে। অনলাইন OTP যাচাই সম্পন্ন না হলে আবেদন গৃহীত হবে না।
- পুরনো প্যানধারীরা: যাদের প্যান কার্ড আছে কিন্তু এখনও আধারের সঙ্গে লিঙ্ক করা হয়নি, তাদের জন্য শেষ তারিখ রাখা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫। নির্দিষ্ট সময়ের মধ্যে সংযুক্তি (PAN-Aadhaar Link) না করলে তাদের প্যান কার্ড ‘অকার্যকর’ হয়ে যাবে। এর ফলে আয়কর রিটার্ন দাখিল করা, ট্যাক্স রিফান্ড পাওয়া বা বিভিন্ন আর্থিক লেনদেনে সমস্যা দেখা দেবে।
কেন এই সিদ্ধান্ত
সরকার মনে করছে, এই উদ্যোগের মাধ্যমে—
- একই ব্যক্তির নামে একাধিক প্যান কার্ড ইস্যুর প্রবণতা বন্ধ হবে।
- কর দাখিল ও ফেরতের প্রক্রিয়া দ্রুত ও নির্ভরযোগ্য হবে।
- ডিজিটাল আর্থিক লেনদেনে স্বচ্ছতা আসবে।
কতদূর এগিয়েছে সংযুক্তি
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) জানিয়েছে, ২০২৪ সালের মার্চ পর্যন্ত প্রায় ৬০.৫ কোটি প্যানধারী ইতিমধ্যেই আধারের সঙ্গে প্যান যুক্ত (PAN-Aadhaar Link) করেছেন। তবে এখনও বেশ কিছু মানুষ এই কাজ সম্পন্ন করেননি। যাদের প্যান ৩০ জুন ২০২৩-এর মধ্যে লিঙ্ক করা হয়নি, তাদের কার্ড ইতিমধ্যেই অকার্যকর হয়ে গেছে। ফলে বাড়তি TDS/TCS কাটা, রিফান্ড আটকে যাওয়া কিংবা আয়কর রিটার্ন জমা দিতে না পারার মতো সমস্যায় পড়ছেন অনেকে।
কীভাবে করবেন সংযুক্তি
অনলাইনে (ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালে):
- ওয়েবসাইটে গিয়ে “Link Aadhaar” অপশনে ক্লিক করুন।
- প্যান ও আধার নম্বর দিয়ে OTP যাচাই করুন।
- সফল হলে সিস্টেমে তাৎক্ষণিকভাবে সংযুক্তির নিশ্চয়তা পাওয়া যাবে।
SMS এর মাধ্যমে:
UIDPAN <space> Aadhaar(12 digit) <space> PAN(10 digit)
- এভাবে লিখে পাঠাতে হবে 567678 বা 56161 নম্বরে।
- যদি নাম বা জন্মতারিখের মধ্যে অমিল থাকে, তবে আগে সংশোধন করতে হবে আধার বা প্যান কার্ডের তথ্য।
আরও পড়ুন: মার্কিন চাপ অগ্রাহ্য করে রাশিয়ার সস্তা তেলে বাজিমাত নয়াদিল্লির
গুরুত্ব ও সতর্কবার্তা
- সময় নষ্ট করলে বিপদে পড়তে হবে। ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে কাজটি শেষ না করলে প্যান কার্ড অচল হয়ে যাবে।
- তথ্য অবশ্যই সঠিকভাবে দিতে হবে। নাহলে OTP যাচাই ব্যর্থ হবে এবং প্রক্রিয়া ঝুলে যাবে।
- নতুন প্যান কার্ডের ক্ষেত্রে আধার নম্বর ছাড়া আবেদন আদৌ গ্রহণই করা হবে না।
কর বিশেষজ্ঞরা বলছেন—
কেন্দ্রের এই পদক্ষেপ কর প্রশাসনকে আধুনিক ও ডিজিটাল করার পথে এক বড় পদক্ষেপ। যারা এখনও আধার-প্যান সংযুক্ত (PAN-Aadhaar Link) করেননি, তাঁদের জন্য এখনই সময়। দেরি করলে আর্থিক জীবন জটিল হতে পারে। তাই আজই লগ ইন করুন আয়কর বিভাগের ওয়েবসাইটে এবং আধার-প্যান সংযুক্তির প্রক্রিয়া সম্পন্ন করুন।