৩৫৪ জীবিত মুসলিম মৃত! পুরোটাই বিজেপির কারচুপি, দাবি তৃণমূলের

৩৫৪ জন সংখ্যালঘু সম্প্রদায়ের জীবিত মানুষকে মৃত ঘোষণা। রাজ্য নির্বাচন কমিশনকে বিজেপির দেওয়া লিস্টে এমনটাই দেখানো হয়েছে। এই সকল জীবিত ৩৫৪ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা সিউড়ি বিধানসভার অন্তর্গত। জীবিত সংখ্যালঘুদের মৃত দেখিয়ে ভোটের সুবিধা পেতে চাইছে বিজেপি এমনই দাবি সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরীর।

সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী এই বিষয়ে বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন করে জানান, কেবলমাত্র সিউড়ি বিধানসভার ৩৭২ জনকে মৃত বলে দেখানো হয়েছে লিস্টে। যাদের মধ্যে ১৮ জনের মৃত্যু হলেও ৩৫৪ জন জীবিত।

আরও পড়ুন: ব্রিজের উপর নদীর জল, বানের জল দেখতে ভিড় উৎসাহী মানুষের

বিকাশ রায় চৌধুরী দাবি করেন, কারচুপি করে ভোটে জেতার জন্যই এমনটা দেখানো হয়েছে। এই সকল ভোটারদের প্রত্যেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা রাজনগর, সিউড়ি, সাহাপুর, ভুরকুনা, আলুন্দা, ভবানীপুর এই সমস্ত এলাকার বাসিন্দা।