রাস্তা অবরোধ করে এসআইআর-এর বিরুদ্ধে বিক্ষোভ! লাঠিচার্জ করে রাস্তা খালি করল পুলিশ

এসআইআর-এর খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে হেয়ারিংয়ের জন্য ডেকে বিভ্রান্ত করা হচ্ছে, এই অভিযোগকে সামনে রেখে শনিবার বিক্ষোভে সামিল হন ইলামবাজারের সাধারণ কিছু মানুষ। ইলামবাজারে ১৪ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। রাস্তা অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর সংক্রান্ত হেয়ারিংয়ে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন এবং কোনগুলি প্রয়োজন নেই, সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি। এর ফলে সাধারণ মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে পড়ছেন এবং হয়রানির শিকার হচ্ছেন।
এই পরিস্থিতির প্রতিবাদে রাস্তা অবরোধ করেন তারা।

বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, যতক্ষণ না নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর পদ্ধতি এবং প্রয়োজনীয় নথি সংক্রান্ত বিষয়ে পরিষ্কার ও লিখিত নির্দেশ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাবেন।

আরও পড়ুনঃ ইসকন ভক্তদের টার্গেট করে ভুয়ো ওয়েবসাইট, সাবধান করল ISKCON

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছই যে ঘটনাস্থলে আসেন ইলামবাজারের বিডিও। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেও অবরোধ তোলা সম্ভব হয়নি।

এরপরই ঘটনাস্থলে আসেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় সহ বিশাল পুলিশ বাহিনী এবং লাঠি চার্জ করে অবরোধ তুলে দেওয়া হয়।