বুধবার থেকে লোকাল ট্রেন চালু হতেই যেসকল নিয়ম মানতে হবে যাত্রীদের

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ সাড়ে সাত মাস পর বুধবার রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। একসাথে ৬৯৬টি লোকাল ট্রেন চালু করার পথে রেল দপ্তর। যাদের মধ্যে ৪১৩ টি লোকাল ট্রেন চলবে শিয়ালদা ডিভিশন থেকে। ২০২ টি লোকাল ট্রেন চলবে হাওড়া ডিভিশন থেকে এবং বাকি ৮১ টি চলবে খড়্গপুর ডিভিশন থেকে। আর পুনরায় এই লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে একগুচ্ছ কোভিড বিধি মেনে।

১) টিকিট কাউন্টারে টিকিট কাটার সময় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যে গোল মার্কিং বা চিহ্নিত করা থাকবে সেখানে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই টিকিট কাটতে হবে।

২) স্টেশনে প্রবেশ এবং বাহির হওয়ার ক্ষেত্রে গার্ডরেল লাগানো হবে রেলের তরফ থেকে। সেই সকল গার্ডরেল এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই স্টেশনে প্রবেশ এবং বাহির হতে হবে যাত্রীদের।

৩) প্লাটফর্মেও যেন সামাজিক দূরত্ব বজায় থাকে তার জন্য গোল মার্কিং করা থাকবে। সেখানেও যাত্রীদের সমস্ত রকম সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

৪) মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখা যেমন বাধ্যতামূলক ঠিক তেমনই স্টেশনে প্রবেশের ক্ষেত্রে থার্মাল স্ক্যানিং করা হবে।

৫) লোকাল ট্রেন চালু হলেও হকাররা আপাতত ট্রেনে ওঠার অনুমতি পাচ্ছেন না। পাশাপাশি স্টেশন চত্বরে কোন দোকান খোলার অনুমতি দেওয়া হচ্ছে না। তবে ভেন্ডাররা ট্রেনে উঠতে পারবেন বলে জানা গিয়েছে রেল সূত্রে।

৬) সবথেকে গুরুত্বপূর্ণ নিয়মাবলীর মধ্যে দিন কয়েক আগেই রেল পুলিশের তরফ থেকে স্বাস্থ্যবিধি সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যাতে বলা হয়েছিল যত্রতত্র থুতু ফেলা, মাস্ক ব্যবহার না করা এবং কোভিড বিধি না হলে জরিমানা অথবা জেল অথবা দুটি হতে পারে। সেই নিয়ম লাগু হবে রেল পরিষেবায়।