রাজস্থান থেকে আসা পড়ুয়াদের গোয়ালপাড়ায় বিশ্রাম করানোর খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভ

অমরনাথ দত্ত : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দুদিন আগেই রাজস্থানের কোটাতে আটকে পড়া পড়ুয়াদের বাসে করে রাজ্যে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হয়। সেইমতো তারা বাসে চেপে রাজ্যের পথে পাড়ি দেয়। শুক্রবার সকাল থেকে বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত গোয়ালপাড়ায় খবর ছড়িয়ে পরে ওই পড়ুয়াদের একটি অংশকে এখানে বিশ্রামের জন্য রাখা হবে।

যেখানে তাদের রাখার বন্দোবস্ত হয় সেই জায়গা হলো শান্তিনিকেতন থানার গোয়ালপাড়ায় একটি বৃদ্ধাশ্রম। সেই মতো বেশ কিছু জনকে নিয়ে একটি বা দুটি বাস আসছে এলাকায়। আর এমন খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন এলাকায়। বিক্ষোভ সামলাতে শান্তিনিকেতন থানার পুলিশ সহ ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর ব্লকের বিডিও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া শুরু করলে ঘটনাস্থলে এসে পৌঁছান বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক।

গ্রামবাসীদের বক্তব্য, “দুটি বাস ও কয়েকটি গাড়ি এখানকার বৃদ্ধাশ্রমের এসে হাজির হয়। তারপর আসে বেশ কয়েকজন চিকিৎসকদের দল। আমরা এখানকার কেয়ারটেকারকে জিজ্ঞেস করে জানতে পারি, বাইরে থেকে কতজন আসবে তারপর তারা খাওয়া-দাওয়া করে বিকালে চলে যাবে।”

গ্রামবাসীদের দাবি হলো, “যদি কাউকে কোয়ারেন্টাইন করতে হয় তাহলে বোলপুর বা অন্যত্র অনেক সরকারি জায়গা আছে সেখানে করুক। আমাদের এই জনবহুল গ্রামে কোয়ারেন্টাইন করার বিরোধিতা করার জন্যই আমরা আজ রাস্তায় নেমেছি।”

যদিও ঘটনার পর বোলপুরের এসডিপিও অভিষেক রায়ের নেতৃত্বে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স। মাইকিং করে, টহল দিয়ে বিক্ষোভকারীদের দূরে সরিয়ে দেওয়া হয়। তবে গ্রামের উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।