Loknath Baba Quotes: সফলতা হাতের মুঠোয় ধরা দেবে! মনে রাখুন বাবা লোকনাথের এই ১০টি বাণী

Loknath Baba Quotes: রনে, বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমিই রক্ষা করিব”। বাবা লোকনাথের এই এক বাণী লোকমুখে খুবই প্রচলিত। যা অনুসরণ করলেই যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে মিলবে দারুণ ফল। কাটবে সকল বাধা বিপত্তি।

ভক্তদের বিশ্বাস মৃত্যুর সময় বাবা লোকনাথের বয়স হয়েছিল ১৬০ বছর। তার এই মহা প্রয়াণের দিনটিকে ভক্তি এবং শ্রদ্ধার মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে যা তিরোধান দিবস নামে পরিচিত। এই বাণীটি ছাড়াও আরও দশটি বাণী মেনে চললে জীবন হবে সুখের। কাটবে কঠিন সময়। মনে জোর ফেরাবে এই বাণীগুলি।

আরও পড়ুন: HS 2025: বাবার মৃতদেহ সৎকার করে উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় বোলপুরের সুস্মিতা

  • প্রথম, বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট চলে না। প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিমায় মহিমান্বিত হয়ে আছে জানবি। এই বাণী স্মরণ করলেই কাটবে কঠিন সময়।
  • দ্বিতীয়, ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেছেন সচেতনতার পথ অবলম্বন করতে হবে। অচেতনাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে অচেতনাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে। সচেতন হলে সহজ হবে পথ।
  • তৃতীয়, কাম, ক্রোধ সব কিছুই অবচেতন মনের স্তরে স্তরে সুপ্ত অবস্থায় বাস করে। সুযোগ আসলেই তারা প্রকাশ পায়, কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন হয়।
  • চতুর্থ, অহংবোধ অবস্থান করে মনে। অহংবোধ চলে গেলে নিজের মনই মানুষের কাছে গুরু, সৎ ও অসৎ বিচার আসে তখনই। জ্ঞানের সঙ্গে ভক্তি যোগ করলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয়, শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেয়।
  • পঞ্চম, দরিদ্র-অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব, আমি গ্রহণ করব। দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি। মানুষের মধ্যেই ইশ্বরের বাস এই সহজ কথাই প্রকাশ পেয়েছে তার এই বাণীতে।
  • ষষ্ঠ, যেসব মানুষ কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, মর্যাদা রক্ষা করতে জানে, এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি। বন্ধু নির্বাচন এর ক্ষেত্রেও সতর্ক হতে বলেছেন।
  • সপ্তম, জ্ঞানী ব্যক্তি বলতে তিনি বুঝিয়েছেন যে ব্যক্তি সকলের সুহৃদ, আর যিনি কায়মনো বাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনিই যথার্থ জ্ঞানী।
  • অষ্টম, সত্য পবিত্র। সত্যই স্বর্গ গমনের একমাত্র সোপানস্বরূপ, আর তাতে সন্দেহ নেই। তাই সত্য সুন্দর। সত্যকে মেনে চলতে হবে।
  • নবম, ইচ্ছায় হোক, অনিচ্ছায় যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন। মা কে দেবী রূপে পুজো করা উচিত।
  • দশম, ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারাদিন কাজের হিসাব নিকাশ করবি, অর্থাৎ ভাল কাজ কি করেছিস এবং মন্দ কাজ কি করেছিস, সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি।

লোকনাথ বাবার এইসকল বাণী স্মরণ করলে যেকোনো বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।