৫-১০ নয়, পুরো ৩৩ টাকা সস্তায় পেট্রোল, খুশির জোয়ার এই শহরে

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন ধরে পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) মূল্যবৃদ্ধির পর অবশেষে দিওয়ালি আগের দিন কেন্দ্র সরকারের তরফ থেকে এই দুই জ্বালানির ওপর কর ছাড় দেওয়ার ঘোষণা করা হয়। পেট্রোলের উপর ৫ টাকা এবং ডিজেলের উপর লিটার প্রতি ১০ টাকা ছাড় ঘোষণা করে কেন্দ্র।

এর পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের প্রতিটি কেন্দ্রশাসিত এবং রাজ্য সরকারকে অনুরোধ করা হয় আলাদা করে পেট্রোল ও ডিজেলে লিটার প্রতি কর ছাড়ার জন্য। কেন্দ্রের এই অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রথমেই বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের অনুরোধ মতো আলাদা করে কর ছাড় ঘোষণা করে। পরবর্তীতে আরও দুটি রাজ্য কর ছাড়ার ঘোষণা করতেই ২৪টি রাজ্যে এই মুহূর্তে অনেক সস্তায় মিলছে পেট্রোল ও ডিজেল।

তবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ, রাজস্থান, দিল্লি, মহারাষ্ট্র সহ প্রায় ১২টি রাজ্য পেট্রোল ডিজেলের উপর আলাদা করে কর ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে দেশজুড়ে রাজ্যের ভিত্তিতে পেট্রোল-ডিজেলের লিটার প্রতি দামে এমন পার্থক্য দাঁড়িয়েছে তাতে দেখা যাচ্ছে বেশ কিছু শহরে অন্যান্য শহরের তুলনায় ৩৩ টাকা বা তার বেশি সস্তায় মিলছে পেট্রোল। একইভাবে ডিজেলের ক্ষেত্রেও যে পার্থক্য নজরে এসেছে তাতে পার্থক্যটা ২৩ টাকার বেশি।

বর্তমানে সবথেকে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে রাজস্থানের শ্রী গঙ্গানগরে। সেখানে এক লিটার পেট্রোলের দাম ১১৬.৩৪ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০০.৫৩ টাকা। অথচ আশ্চর্যজনক ভাবে দেশের এমন একটি শহরের খোঁজ পাওয়া গেল যেখানে সোমবারের দামের নিরিখে শ্রীগঙ্গা নগরের তুলনায় পেট্রোল ৩৩.৩৮ টাকা এবং ডিজেল ২৩.৪০ টাকা সস্তা পাওয়া যাচ্ছে।

এই বিপুল সস্তায় পেট্রোল ও ডিজেল ভারতের যে শহরে মিলছে সেই শহরটির হলো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্টব্লেয়ার। সোমবার এই শহরে পেট্রোল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে লিটার প্রতি ৮২.৯৮ টাকা এবং ৭৭.১৩ টাকা। অর্থাৎ হিসেব করলে দেখা যাবে রাজস্থানের শ্রী গঙ্গা নগরের তুলনায় পোর্টব্লেয়ারে পেট্রোল লিটার প্রতি ৩৩.৩৮ টাকা এবং ডিজেল লিটার প্রতি ২৩.৪০ টাকা সস্তায় মিলছে।