সময়ের পরিবর্তনের সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমশই বাড়ছে। সম্প্রতি রোজের ব্যবহৃত চালের দামও বেশ কিছুটা বাড়ায় অস্বস্তিতে পড়েছে দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষজন। মুদ্রাস্ফীতির বাজারে পকেটে টান পড়ছে সাধারণ মানুষের। আর সাধারণ মানুষের হেসেলে প্রতিমাসে চাপ বাড়ায় রান্নার গ্যাসের মাত্রা ছাড়া দাম। তাই এবার সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে তাহলে এক নয়া প্রকল্প নিয়ে এলো সরকার। রান্নার গ্যাস এবার থেকে মাত্র ৫০০ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন। চমকে গেলেন তাই তো? রাজ্যের মহিলাদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে এমন প্রকল্প চালু করা হয়েছে। এই নতুন প্রকল্পে আবেদন করলে আপনিও মাত্র ৫০০ টাকায় রান্নার গ্যাস নিতে পারবেন।
কোন রাজ্যের বুকে এমন সুবর্ণ সুযোগ মিলছে জানেন? আপনি যদি হরিয়ানার মহিলা বাসিন্দা হয়ে থাকেন তবে এই প্রকল্পের আওতায় আপনি মাত্র ৫০০ টাকার বিনিময়ে রান্নার গ্যাস পাবেন। হরিয়ানা রাজ্যের শাসক দল বিজেপি দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী প্রায় ৫২ লক্ষ মহিলাকে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেবে বলে ঘোষণা করেছে। রেজিস্ট্রেশনের সুযোগও মিলছে সরকারের তরফে। এই প্রকল্পের আওতায় মহিলাদের পৃথকভাবে তাদের নাম নথিভুক্ত করতে হবে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি হর ঘর-হর গৃহিণী প্রকল্প চালু করেন হরিয়ানার বুকে তৃতীয়বারের মতো পদ্ম ফুল ফোটার সাথে সাথেই।
আরও পড়ুন: Singur: সিঙ্গুরে জুয়েলারি হাব নির্মাণ কী স্বপ্নই থেকে যাবে? নাকি বিকল্প ভাবনা সামনে আসবে?
তবে সরকারি অন্য সব প্রকল্পের মতো এই প্রকল্পের ক্ষেত্রে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীকে নিম্নলিখিত বিষয়গুলি মেনে আবেদন করতে হবে।
প্রথমত, আবেদনকারী মহিলা হরিয়ানার স্থায়ী বাসিন্দা হওয়া আবশ্যক।
দ্বিতীয়ত, পরিবারে বার্ষিক আয় ১.৮ লক্ষ টাকার কম হতে হবে।
তৃতীয়ত, পারিবারিক পরিচয়পত্র জরুরি।
চতুর্থত, আবেদনকারীর আধার কার্ড, গ্যাসের কপি, রেশন কার্ড, ব্যাঙ্কের কপি এবং মোবাইল নম্বর থাকা জরুরি।
পঞ্চমত, আবেদনকারীর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় প্রাপ্ত একটি গ্যাস সংযোগ থাকা অত্যন্ত আবশ্যক।
ষষ্ঠত, আবেদনকারীর যদি আয়ুষ্মান কার্ড বা বিপিএল রেশন কার্ড থাকে সেক্ষেত্রেও তিনি আবেদনের যোগ্য।
এবার আসা যাক আবেদনকারীরা কোন পদ্ধতি অবলম্বন করে রেজিস্ট্রেশন করবেন। এই রেজিস্ট্রেশন পদ্ধতি খুবই সহজ। এক্ষেত্রে আবেদনকারীকে সহজ কয়েকটি ধাপ সঠিকভাবে পূরণ করতে হবে। আসুন জেনে নেওয়া যাক।
সর্বপ্রথম আবেদনকারীকে খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক বিভাগ হরিয়ানার ওয়েবসাইট epds.haryanafood.gov.in-এ যেতে হবে।
এরপর, হোম পেজটি খোলার পর, “হর ঘর হর গৃহিণী যোজনা” বিকল্পে ক্লিক করতে হবে।
এরপর, “রেজিস্ট্রেশন ফর্ম” এ ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই একটি নতুন পেজ খুলে যাবে।
এরপর পেজটি আবেদনকারীকে জিজ্ঞাসা করবে যে সে তার পারিবারিক পরিচয়পত্র জানেন কিনা। এখানে “হ্যাঁ” অথবা “না” বিকল্পের মধ্যে একটি নির্বাচন করতে হবে।
এরপর, পরের পেজে আবেদনকারীর পারিবারিক পরিচয়পত্র এবং ক্যাপচা কোড লিখতে হবে।
এরপর, “Send OTP” লেখাতে ক্লিক করতে হবে।আবেদনকারীর নিবন্ধিত মোবাইল নম্বরে OTP আসলে তা তাকে যাচাই করে নিতে হবে।
এরপর, OTP সঠিক হলে, আবেদনপত্রটি খুলবে সেখানে আবেদনকারীকে তার ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে।
এরপর, একইসাথে গ্যাস সংযোগের তথ্য যেমন গ্যাস এজেন্সির নাম এবং গ্রাহক নম্বর লিখতে হবে।
এরপর, প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
সবশেষে, “জমা দিন” বোতামে ক্লিক করতে হবে। ক্লিক করলে, আবেদনকারী একটি নিবন্ধন নম্বর বা রসিদ পাবেন তা সযত্নে আবেদনকারীকে তুলে রাখতে হবে।
এই সহজ কয়েকটি ধাপ সঠিকভাবে পূরণ করে আপনিও মাত্র ৫০০ টাকার বিনিময়ে রান্নার গ্যাস নিতে পারবেন। তাহলে আর অপেক্ষা কীসের? চটপট সেরে ফেলুন এই কাজটি।