‘পেন কথা বলবে!’ মাধ্যমিকে নবম দিশাকে সম্বর্ধনা দিয়ে জানালেন দেবব্রত সাহা

লাল্টু: আগামী দিনে এই পেন কথা বলবে তোমাকে। বন্দুকের থেকেও খতরনাক, দিশাকে বললেন রাজ্য যুব তৃণমূলের সম্পাদক দেবব্রত সাহা

মাধ্যমিকে রাজ্যের নবম স্থান অধিকারী বীরভূম জেলার দুবরাজপুরের দিশা ঘোষকে সংবর্ধনা জানালো দুবরাজপুর থানা পুলিশ ও রাজ্য যুব তৃণমূলের সম্পাদক। দুবরাজপুর থানার ওসি মনোজ সিং পুষ্পস্তবক ও মিষ্টি উপহার দেন দিশাকে এবং তার আগামী দিনের সাফল্য কামনা করেন। পাশাপাশি রাজ্য যুব তৃণমূলের সম্পাদক দেবব্রত সাহা দিশাকে উত্তরীয়, পুষ্পস্তবক, মিষ্টি ও পেন উপহার দেন। আগামী দিন তার স্বপ্ন যেন পূরণ হয় সেই শুভেচ্ছা জানান। আগামী দিনে এই পেন কথা বলবে তোমাকে। বন্দুকের থেকেও খতরনাক দিশাকে শুভেচ্ছা জানানোর সময় বললেন রাজ্য যুব তৃণমূলের সম্পাদক দেবব্রত সাহা। সঙ্গে ছিলেন তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য।