মাধ্যমিকে বীরভূমের জয়জয়কার, মেধা তালিকায় প্রথম দশে ৬ জন পড়ুয়া

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : মাধ্যমিক হোক অথবা উচ্চ মাধ্যমিক, পরীক্ষার ফলাফল মানেই বীরভূম প্রতিবছরই নজির সৃষ্টি করে। বীরভূমের মত পিছিয়ে পড়া জেলা, যেখান থেকে পড়ুয়ারা রাজ্যের অন্যান্য এগিয়ে থাকা জেলাগুলির পড়ুয়াদের সাথে প্রতিযোগিতা করে প্রত্যেক বছরই কোন না কোন স্থান অধিকার করে। আর সেই ধারাবাহিকতা এবারও বজায় থাকল। বুধবার মাধ্যমিকের ফলাফল বের হতেই দেখা গেল মেধা তালিকায় প্রথম দশে বীরভূমের রয়েছেন ৬ জন পড়ুয়া।

এই ৬ জন পড়ুয়াদের মধ্যে রাজ্যে চতুর্থ স্থান দখল করেছেন একজন। বাকিরা যথাক্রমে ষষ্ঠ সপ্তম ও দশম স্থান অধিকার করেছেন। এবছর মাধ্যমিকের ফলাফলে সবথেকে বেশি উল্লেখযোগ্য যে স্কুল তা হল বীরভূম জেলা স্কুল। এই স্কুল থেকেই প্রথম দশে রয়েছেন ৪ জন পড়ুয়া। আর বাকি দুজন যথাক্রমে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন এবং বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়। চলুন দেখে নেওয়া যাক বীরভূমের জয়জয়কার করা এই গর্বের ৬ সন্তানকে।

অগ্নিভ সাহা : রাজ্যে চতুর্থ। জেলায় প্রথম। প্রাপ্ত নম্বর ৬৮৯। স্কুল : বীরভূম জেলা স্কুল। বাড়ি : সিউড়ি শ্রীভূমি পল্লী।

অর্চিষ্মান সাহা : রাজ্যে ষষ্ঠ। জেলায় দ্বিতীয়। প্রাপ্ত নম্বর ৬৮৭। স্কুল : বীরভূম জেলা স্কুল। বাড়ি : সিউড়ি অরবিন্দ পল্লী।

রাজিবুল ইসলাম : রাজ্যে ষষ্ঠ। জেলায় দ্বিতীয়। প্রাপ্ত নম্বর ৬৮৭। স্কুল : বীরভূম জেলা স্কুল। বাড়ি : সিউড়ি লালকুঠি পাড়া।

শুভদীপ চন্দ্র : রাজ্যে সপ্তম। জেলায় তৃতীয়। প্রাপ্ত নম্বর ৬৮৬। স্কুল : রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। বাড়ি : রামপুরহাট চাল ধোয়ানি পাড়া।

অরণী চ্যাটার্জী : শুভদীপ চন্দ্র : রাজ্যে সপ্তম। জেলায় তৃতীয়। প্রাপ্ত নম্বর ৬৮৬। স্কুল : বীরভূম জেলা স্কুল। বাড়ি : সিউড়ি শেওড়াপাড়া, ওয়ার্ড নম্বর ১০।

জুনায়েদ হাসান : : রাজ্যে দশম। জেলায় চতুর্থ। প্রাপ্ত নম্বর ৬৮৩। স্কুল : বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়। বাড়ি : মনোহরপুর, মুহুবোনা।