‘দিদি আছে সবাই পাশ’, কত নম্বর পেল ভাইরাল ওই দুই মহিলার মেয়েরা

নিজস্ব প্রতিবেদন : মনে আছে ওই দুই মহিলার কথা। ওই দুই মহিলা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষার পর ভাইরাল হয়েছিলেন। যে দুই মহিলা এই বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর সাংবাদিকদের ক্যামেরার সামনে বলেছিলেন, ‘দিদি আছে চিন্তা কীসের? সবাই পাশ। আজ থেকে শুরু হয়ে গেল তাদের আবির খেলা। আজ থেকে চলবে হইহুল্লোড়, পিকনিক ঘোরাফেরা।’

এর পাশাপাশি ওই দুই মহিলার এই বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর দাবি করেছিলেন, তাদের মেয়েরা হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না কিন্তু পাশ করবেই। এছাড়াও মাধ্যমিকে পাশ করার বিষয়ে তাদের সবথেকে ভরসার মানুষটি হয়ে উঠেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন হল ওই দুই মহিলার মেয়েরা মাধ্যমিক পরীক্ষায় কেমন ফলাফল করল?

এই বছর মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার পর অর্থাৎ ৩ মার্চ এমন দাবি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং ট্রোল হওয়া ওই দুই মহিলা হলেন উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের মিতালী সংঘ ও শ্রীকৃষ্ণনগর এলাকার বাসিন্দা। ভাইরাল হওয়া ওই দুই মহিলার একজন হলেন পিংকি চক্রবর্তী এবং অন্যজন হলেন কাকলি মন্ডল।

এভাবে ভাইরাল হওয়ার পর শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই সবার মধ্যে কৌতুহল জাগে ওই দুই মহিলার মেয়ের রেজাল্ট কেমন হলো। ওই দুই মহিলার রেজাল্টের সন্ধান পেতে দত্তপুকুর নিবাধুই বালিকা বিদ্যালয়ে যাওয়া হলে জানা যায় দুজনেই পাশ করেছে। দুজনের পাশ করার পরিপ্রেক্ষিতে খুশি এলাকার বাসিন্দারা। তারা দুজনের পাশ করার খবর ছড়িয়ে পড়তেই চারদিকে ফের হৈহৈ, দিদির দৌলতেই পাশ করে গেল ওই দুই পরীক্ষার্থী।

পরীক্ষায় পাস করার পর অবশ্য এদিন ওই দুই পরীক্ষার্থীর অভিভাবকরা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তবে এই স্কুল এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিংকি চক্রবর্তীর মেয়ে মাহি চক্রবর্তী পেয়েছে ৩১০ (B) আর কাকলি মন্ডলের মেয়ে অনামিকা মন্ডল পেয়েছে ৩৯০ (B+)। অনামিকা আগামী দিনে পলিটিক্যাল সাইন্স পড়তে চায়।