Captain Cool: মহেন্দ্র সিং ধোনি, যিনি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ও ঠান্ডা মাথার অধিনায়ক হিসেবে পরিচিত, সম্প্রতি তাঁর বহুল পরিচিত উপাধি ক্যাপ্টেন কুল (Captain Cool)-এর উপর ট্রেডমার্ক পাওয়ার জন্য আবেদন করেছেন। এই পদক্ষেপের পেছনে রয়েছে তাঁর ব্র্যান্ড ভ্যালু রক্ষা এবং ভবিষ্যতে বাণিজ্যিক কাজে নামটি ব্যবহারের আইনি অধিকার নিশ্চিত করা।
ট্রেডমার্ক আবেদন
ধোনির পক্ষ থেকে ভারতের ট্রেডমার্ক অথরিটির কাছে ক্যাপ্টেন কুল (Captain Cool) নামে একটি ট্রেডমার্ক ফাইল করা হয়েছে। এই ট্রেডমার্কের আওতায় নামটি কোনো তৃতীয় পক্ষ বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবে না, ধোনির অনুমতি ছাড়া। ট্রেডমার্কটি মূলত ব্র্যান্ডিং, মার্চেন্ডাইজ, জামাকাপড়, ক্যাপ, স্টেশনারি, ও ডিজিটাল প্রোডাক্টস-এ ব্যবহারের জন্য চাওয়া হয়েছে।
ক্যাপ্টেন কুল (Captain Cool) নামের মাহাত্ম্য
ধোনির নেতৃত্বে ভারত জিতেছে ২০০৭ টি২০ বিশ্বকাপ, ২০১১ ক্রিকেট বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ৫ টি আই পিএল ও ২ টি টি২০ চ্যাম্পিয়নস ট্রফি। চাপের মুখেও তিনি চরম ধৈর্য ও স্থিরতা বজায় রাখতেন, যার জন্য ক্রিকেট বিশ্ব তাঁকে ক্যাপ্টেন কুল (Captain Cool) উপাধি দিয়েছে।
আরও পড়ুন: ক্যান্সার চিকিৎসায় এক নতুন পদ্ধতির উন্নয়ন, চিকিৎসা বিজ্ঞানে উন্মোচিত নতুন দিগন্ত
এর আগেও ধোনি যেসব ট্রেডমার্ক চেয়েছেন:
ধোনির ব্র্যান্ড টিম ইতিমধ্যেই তাঁর অন্যান্য নাম বা উপাধি সংরক্ষণের জন্য কিছু ট্রেডমার্কের জন্য আবেদন করেছে। যেগুলি হল এম এস ডি (MSD), মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni), মাহি (Mahi), ০৭ (জার্সি নম্বর)।
কেন এটি গুরুত্বপূর্ণ?
আজকের দিনে ব্র্যান্ডিংই বড় শক্তি। ধোনির জনপ্রিয়তাকে কেউ যেন অবৈধভাবে ব্যবহার না করে, সেটিই মূল উদ্দেশ্য। ভবিষ্যতে ধোনির ব্র্যান্ড নামে প্রোডাক্ট লঞ্চ, ফ্যাশন লাইন, ডিজিটাল কনটেন্ট ইত্যাদি ক্ষেত্রে এটি কাজে আসবে। ক্যাপ্টেন কুল (Captain Cool) শুধুমাত্র একটি উপাধি নয়, এটি মহেন্দ্র সিং ধোনির ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও ক্রিকেট জীবনের প্রতীক। এই ট্রেডমার্ক চেয়ে ধোনি তাঁর পরিচয়কে একটি আইনি ও বাণিজ্যিক সুরক্ষা দিচ্ছেন, যা ভবিষ্যতে তাঁর ব্র্যান্ড ভ্যালুকে আরও সংহত করবে।