বর্তমানে ডিজিটাল যুগে আট থেকে আশি প্রায় সকলের হাতেই স্মার্টফোন রয়েছে। তবে স্মার্টফোন এখন শুধু বিনোদনের জন্যই নয় করোনা কালের পর থেকে এটি সকল বয়সের মানুষের কাছেই প্রয়োজনীয় হয়ে উঠেছে। ছাত্রছাত্রীরা যেমন অনলাইন ক্লাসের সুবিধা পেয়েছিল ঠিক তেমনি বয়স্ক ব্যক্তিদেরও এই স্মার্টফোন ব্যবহার করে ওষুধ কেনা হয়েছিল খুব সহজ। তারপর থেকেই ক্রমাগত চাহিদা বেড়েছে স্মার্টফোনের। আর এবার এক অভিনব উদ্যোগ নিয়ে এসেছে আর্বান অ্যাপ। নতুন কী পরিষেবা দিচ্ছে এই অ্যাপ শুনলে চমকে যাবেন আপনিও।
নিজের বাড়িতে পরিচারিকা রাখেন অনেকেই। তবে এমন অনেক বাড়িই আছে যারা আজও নিত্যদিনের পরিচারিকা রাখা পছন্দ করেন না। কিন্তু মনে করুন একটি দিন আপনার রোজের পরিচারিকা হঠাৎ ছুটি চেয়ে বসেছে কিংবা কোথাও বেরোনোর জন্য আপনি ভীষণ তাড়ায় আছেন সেইসময় এবার থেকে ঘরে বসে আপনার স্মার্ট ফোন ব্যবহার করেই আর্বান অ্যাপ থেকে বাড়ির কাজের জন্য পরিচারিকা বুক করতে পারবেন।
মাত্র ১৫ মিনিটের মধ্যেই আপনার বাড়ির দরজায় এসে উপস্থিত হবে সেই পরিচারিকা। বাড়ির যাবতীয় কাজ করে দিয়ে ঘর চকচকে করে দিয়ে যাবে এই পরিচারিকা। অ্যাপের তরফে দাবি করা হয়েছে, খুব কম খরচেই পরিষেবা দেবে ‘ইনস্টামেইড’। প্রতিঘন্টায় মাত্র ৪৯ টাকা নেবেন পরিচারিকারা। যা অন্য পরিচারিকাদের থেকে অনেক কম।
রিপোর্ট অনুযায়ী ইনস্টামেইড নামক এই পরিষেবার পরিচারিকারা যাবতীয় ঘরের যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন ধোয়ার কাজে হাত লাগবেন। এছাড়াও হেঁসেলের কাজও খুব সহজেই করে দেবেন এই অ্যাপের মাধ্যমে। ইতিমধ্যেই প্রতি ঘণ্টায় মাত্র ৪৯ টাকার বিনিময়ে এই বিশেষ পরিষেবা দিচ্ছে আর্বান কোম্পানি। সংস্থা তরফে অবশ্য জানানো হয়েছে যে গ্রাহকদের জন্য এই বিশেষ অফারটি স্বল্প সময়ের জন্য রয়েছে। সুতরাং পরবর্তী কালে এই পরিষেবার টাকা বাড়তে পারে।
গ্রাহকরা কোন কোন শহরে এই পরিষেবার সুবিধা উপভোগ করতে পারবেন জানেন?
সংস্থা সূত্রে খবর, এই মুহূর্তে শুধুমাত্র মুম্বাই শহরেই পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হচ্ছে। তা সফল হলে পরবর্তী সময়ে অন্যান্য শহরে পরিষেবা চালু হবে। তবে এই পরিষেবা চালু হলে শহরের বুকে অনেকে কাজ হারাতে পারে তাই আপাতত মুম্বইতেই চালু করা হচ্ছে।