দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রেল স্টেশন হল শিয়ালদহ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের লড়াইয়ের সাক্ষী এই স্টেশন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যাত্রী পরিষেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় রেলকে ঢেলে সাজানো হচ্ছে। ইতিমধ্যেই আরও এক উন্নয়নের কাজে হাত লাগিয়েছে রেল। শিয়ালদহ বিভাগে মোট ৬০টি স্টেশনে যাত্রী যাতায়াতের জন্য লুপ লাইন রয়েছে। ট্রেন চলাচলের সময় যাত্রী লুপ লাইনের মাধ্যমে যাতে নিরাপদ যাতায়াত করতে পারে সেই জন্য রেলওয়ের তরফে এই লাইনগুলির রক্ষণাবেক্ষণ ভালো করতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।
আগে যাত্রী যাতায়াতের জন্য এই লুপ লাইনের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যাবতীয় কাজ ম্যানুয়ালি বা হাতের সাহায্যে করা হত। তবে এখন এই রক্ষণাবেক্ষণের কাজ মেশিনের মাধ্যমে করা হয়ে থাকে, যাতে ট্র্যাকের মান আগের থেকে আরও ভালো হয়। এই কাজের তালিকায় রয়েছে মেশিন প্যাকিং, ব্যালাস্টিং, ব্যালাস্ট ক্লিনিং মেশিন (BCM)-এর মাধ্যমে গভীর পরিস্কারকরণ, প্লেইন ট্র্যাক ও টার্ন আউটের রক্ষণাবেক্ষণ, অবশ্যম্ভাবী রেল ফ্রি জয়েন্টগুলির ওয়েল্ডিং, সঠিক ফিটিংস নিশ্চিতকরণ, স্লিপার পুনঃবিন্যাস প্রভৃতি।
আরও পড়ুন: ৫০০ বছর তো হবেই! বীরভূমের শান্তিনিকেতন ঘেঁষা এই কালীমন্দির যেন পর্যটন শিল্পের অক্সিজেন
রেলওয়ের তরফে এই উন্নয়নের খরচ বাবদ প্রায় ৫৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আপাতত শিয়ালদহ বিভাগের মোট ১৩টি স্টেশনের (বারাকপুর, বারুইপুর জংশন, কৃষ্ণনগর সিটি জংশন, বেথুয়াডহরি , চাঁদপাড়া, দেউলা, দেবগ্রাম, ঘুটিয়ারি শরিফ, হোটোর, মাঝদিয়া, সোনারপুর জংশন, মুরাগাছা, মধ্যমগ্রাম) যাত্রী লুপ লাইনের উন্নয়ন এর কাজ শেষ হয়েছে এবং চলতি বছরের শেষের দিকে বাকি যা কাজ রয়েছে স্টেশনের তা মিশন মোডে সমাপ্ত করা হবে।
শিয়ালদহ বিভাগ এর তরফে নিয়মিত প্রায় ১০০০টির কাছাকাছি ট্রেন পরিচালনা করা হয়। যা লক্ষ লক্ষ যাত্রীর রোজের যাত্রাকে আরও সহজ করে তোলে। তাদের নিরাপদ ও মনের মতো যাত্রা প্রদান করাই মূল উদ্দেশ্য। আর এই লক্ষ পূরণে শিয়ালদহ বিভাগ একাধিক গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক কাজ শুরু করেছে।
সেই তালিকায় রয়েছে- লেভেল ক্রসিং গেট বিলুপ্তিকরণ, নন-ইন্টারলকিং লেভেল ক্রসিং গেট ইন্টারলকিং, রোড ইউজার সিগনালে বাজার স্থাপন, লেভেল ক্রসিং-এ স্লাইডিং ব্যারিয়ার প্রদান, সিগন্যাল দৃশ্যমানতা বৃদ্ধি, গার্ড রিপিটার সিগন্যাল প্রদান, গুরুত্বপূর্ণ ও হেলে পড়া মাস্ট অপসারণ, অননুমোদিত পারাপার পয়েন্টে উল্লম্ব বেড়া স্থাপন, ইয়ার্ডে সিসিটিভি মনিটরিং, সিগন্যালিং সিস্টেম উন্নয়ন, মোটা ওয়েব সুইচ ও ওয়েলডেবল CMS ক্রসিং স্থাপন সহ আরও কিছু।
অপরদিকে, মানবিকতার হাত বাড়িয়ে নিয়ম মাফিক রেল কর্মীদের কাউন্সেলিং ও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া নিত্য যাত্রী সহ রেল লাইনের পাশে থাকা মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার চলছে নিয়মিত, যাতে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হতে হয়। একথা সত্যি যে শিয়ালদহ বিভাগকে সাধুবাদ না জানিয়ে উপায় নেই তার উন্নত পরিকাঠামো, নিরাপত্তা মান এবং আরও কার্যকর ট্রেন পরিচালনার জন্য।