মালদহ টাউন স্টেশনের নাম জুড়ছে অমৃত ভারতে! বদল আসছে স্টেশনের চেহারায়

দিন যত এগোচ্ছে ততই যেন ভারতীয় রেল উন্নতির শীর্ষে পৌঁছেছে। দেশের বুকে প্রত্যেকটি ছোট বড় স্টেশনকে সাজিয়ে তুলতে রেলের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বাদ যাচ্ছে না অত্যাধুনিক ট্রেন তৈরির কাজও। কোটি কোটি টাকা খরচেও পিছু পা হচ্ছে না কেন্দ্রীয় সরকার। আর এরই মাঝে রেলের তরফে আরও এক সুখবর প্রকাশ পেয়েছে।

অমৃত ভারত স্টেশন হবে মালদা টাউন। ইতিমধ্যেই সেই কাজ সম্পন্ন করতে কোমর বেঁধে নেমে পড়েছে রেল। মালদা টাউন স্টেশনের রূপে আসবে নতুন ঝলক। জানা গিয়েছে, মালদহে রেলের ট্র্যাককে অত্যাধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১৫ কিলোমিটার রেল পথের আধুনিকীকরণ এর পথে হাঁটছে রেল যা টাউন স্টেশন থেকে চামাগ্রাম স্টেশন পর্যন্ত হবে।

আরও পড়ুন: মুরকংসেলেক-পাসিঘাট প্রকল্প এগিয়ে চলেছে দ্রুততার সঙ্গে! উত্তর পূর্ব রেলের বিরাট সাফল্য

ভারতীয় রেলের তরফে দাবি করা হয়েছে, স্বাভাবিকভাবেই রেল পথের এই আধুনিকীকরণের আরও দ্রুত গতিতে ছুটে বেড়াবে রেল। পাশাপাশি যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্য আগের তুলনায় আরও বাড়বে। মালদা টাউন স্টেশনের এই আধুনিকীকরণের কাজে রেলের তরফে কাজে ৫ কোটি টাকা ধার্য করা হয়েছে

বৃহস্পতিবার, রেল দফতরের ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ে ট্র্যাকের প্রযুক্তিগত পরিবর্তনের কাজে হাত লাগানো হয়। পাশাপাশি কাজের গতি কেমন তা খুঁটিনাটি পর্যবেক্ষণ করে দেখেন তারা। আর বেশিদিন অপেক্ষা করতে হবে না যাত্রীদের আগামী ২ মাসের মধ্যে এই আধুনিকীকরণের কাজ শেষ হবে বলে জানা গিয়েছে ইঞ্জিনিয়ারদের তরফে।

রেলের সূত্র মারফত জানা গিয়েছে, এতদিন পর্যন্ত যে রেললাইন ছিল তাতে প্রতি ১৩ মিটার অন্তর রেলকে ফিসপ্লেট দিয়ে সংযুক্ত করা থাকত। এবার নতুন লাইনে ২৬০ মিটার ব্যবধানে রেললাইন যুক্ত হবে। যার ফলে একদিকে যেমন ট্রেনের অসহ্য ঝাঁকুনি কমবে অন্যদিকে গতি আরও বৃদ্ধি পাবে।