‘বাংলা নয় পরিবর্তন হবে দিল্লিতে’, মোদিকে পাল্টা মমতা

নিজস্ব প্রতিবেদন : প্রথম দফা ভোটের আগে যখন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ব্রিগেডের বিশাল জনসভা থেকে রাজ্যের তৃণমূল সরকার হটিয়ে বিজেপি সরকারকে আনার ডাক দিচ্ছেন ঠিক সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শিলিগুড়িতে পদযাত্রায় দেখা গেল পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে। আর এই পদযাত্রা শেষে সভা থেকে তিনি মোদিকে পাল্টা দিয়ে বলেন, ‘বাংলা নয়, পরিবর্তন হবে দিল্লিতে।’

পদযাত্রা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির হাসমিচকের মঞ্চ থেকে বলেন, “বাংলায় পরিবর্তন হবে না। বাংলায় তৃণমূল সরকারই থাকবে। পরিবর্তন তো হবে দিল্লিতে। আপনারাই তো ক্ষমতা থেকে চলে যাবেন।”

এখানেই শেষ নয়, এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেন, “পাঁচ রাজ্যে ভোট হবে। আর এই পাঁচ রাজ্যের পাঁচ পাঁচটা ছক্কা খাবেন। কেরল, তামিলনাড়ু, অসম, বাংলা সব জায়গায় হারবেন।”

পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কড়া আক্রমণ করে বলেন, “বিজেপিই সবথেকে বড় তোলাবাজ। সেইল, রেল, এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়া এইসব বেসরকারিকরণ করে কত টাকা তোলা আদায় করেছেন?”

[aaroporuntag]
এর পাশাপাশি এই সভা মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য তৃণমূল নেত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে বলেন, “আজ প্রচার করার আগেই জবাব দিন পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পেলো কেন? গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলে সব থেকে বেশি সমস্যায় পড়েন বাড়ির মহিলারা। আমরা বিনা পয়সায় যে চাল দিই, সেই চাল ফোটাতে ৯০০ টাকা খরচ করে গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে।”