সুখবর, ভাতা বাড়ল রাজ্যের পুলিশ অফিসারদের, সঙ্গে এই সকল সুবিধা

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার অন্যতম স্তম্ভ হল পুলিশ। পুলিশের সক্রিয়তা রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে। এবার এই পুলিশ আধিকারিকদের উন্নতিকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ নয়া পদক্ষেপ নিলেন।

এই একগুচ্ছ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং নতুন সিদ্ধান্তের ঘোষণা করেন। রাজ্য পুলিশের নতুন করে নিয়োগ, পদোন্নতি, ভাতা বৃদ্ধি সহ একাধিক ঘোষণা করতে দেখা যায় তাকে। এর পাশাপাশি WBPS বা রাজ্য পুলিশের জন্য পৃথক সংগঠন গড়ার ঘোষণাও করেন তিনি।

১) ৬ জন ডিএসপি পদমর্যাদাসম্পন্ন অফিসারকে এএসপি পদে উন্নীত করার ঘোষণা করা হয়।

২) পদোন্নতির ক্ষেত্রে এবার পুলিশ কর্মীদের কর্মজীবনের ৮, ১৬ ও ২৫ বছর বেছে নেওয়া হবে।

৩) ফোরামের আওতায় আনা হয়েছে ৬৩০ জন পুলিশ অফিসারকে।

৪) ASP-দের জন্য মাসে ২৫০০ টাকা ও SDPO-দের জন্য মাসে ২০০০ টাকা করে বিশেষ ভাতার ঘোষণা করা হয়।

৫) উর্দির জন্য বছরে আগে যেখানে ২৪০০ টাকা দেওয়া হতো, সেই জায়গায় এখন দেওয়া হবে ১৫০০০ টাকা।

৬) রাজ্য পুলিশের তরফ থেকে নতুন করে ২০০ জন WBPS, WBCS নিয়োগ করা হবে।

৭) ৪০ বছরের বেশি বয়সী পুলিশ অফিসারদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য সরকার।

এর পাশাপাশি রাজ্যের পুলিশ অফিসার অর্থাৎ WBPS-দের IPS পদে উন্নীত করার জন্য আগ্রহ প্রকাশ করেছে রাজ্য সরকার। তবে এর জন্য অনুমোদন লাগবে কেন্দ্রের। এই বিষয়ে ২০১৯ সাল থেকে তিনবার কেন্দ্রের কাছে অনুমোদন চাওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।