দুধ, চিনি মেপে বানালেন চা, নিজের হাতে পরিবেশন, যেন ঘরের মেয়ে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বীরভূমে আসেন জেলা সফরে। বীরভূমে পা রাখার পর মঙ্গলবার তিনি চলে যান উত্তরবঙ্গে এবং সেখান থেকে ফিরে পুনরায় বুধবার বীরভূমের বোলপুরের ডাক বাংলো মাঠে সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মঞ্চ থেকে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করার পাশাপাশি শিলান্যাস, চাকরির নিয়োগপত্র বিলির মতো বিভিন্ন কাজ সেরে ফেলেন। এর পাশাপাশি এই মঞ্চ থেকেই কেন্দ্র সরকারের বাজেটকে তুলোধনা করতেও দেখা যায় তাকে। শুধু তাই নয় বিশ্বভারতী প্রসঙ্গও তাকে টানতে দেখা যায়।

তবে সেই মঞ্চ থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী ধরা দিলেন ভিন্ন রূপে। প্রথমেই তাকে যেতে দেখা যায় ঠাকুর পরিবারের অন্যতম সদস্য এবং প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুরের স্কুল শিশু তীর্থে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিজের লেখা বই শিশু কথা উপহার দিতেও দেখা যায়।

এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান সরকার ডাঙ্গা আদিবাসী পাড়ায়। সেখানে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে তাকে জনসংযোগ করতে দেখা যায়। জনসংযোগের পাশাপাশি ওই দোকানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে দুধ, চিনি মেপে চা বানান। আবার সেই চা নিজের হাতে পরিবেশনও করেন। এসবের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দেখা যায় ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শুনতে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগেও বিভিন্ন জায়গায় গিয়ে এই ভাবেই সাধারণ মানুষদের সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছে। সেই সকল ঘটনার ব্যতিক্রম হলো না এদিন। ঘরের মেয়ের মত এলাকার বাসিন্দাদের সঙ্গে মিশে যাওয়ার পাশাপাশি তাদের থেকে জেনে নেন তারা সরকারি প্রকল্পের সব সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা।