২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ‘অশ্বডিম্ব’, মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ আসলে একটা ‘অশ্বডিম্ব’ অর্থাৎ গোটাটাই জিরো। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার পরই এই আর্থিক প্যাকেজকে তীব্র কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বৈঠকের পরই নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “কালকে যে কথা বলা হয়েছিল (প্রধানমন্ত্রী দ্বারা ঘোষণা করা ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ) তাতে দেশবাসীদের মধ্যে আশা জেগেছিল। ভেবেছিলাম রাজ্যগুলো কিছু পাবে। কিন্তু কিছুই না। আলটিমেটলি দেখলাম অশ্বডিম্ব। মানে বিগ জিরো।”

এরপরেই তিনি বলেন, “১০ লক্ষ কোটি টাকার কথা অলরেডি আপনাদের আগেই বলেছেন ফাইনান্স মিনিস্টার অমিত মিত্র। ৯ লক্ষ ৪০ হাজার কোটি টাকা, যেটা আগেই হয়ে গেছিল। তবে এর কোনো ভবিষ্যৎ নাই, কবে হবে, কি হবে কেউ জানিনা। ওই ১০ হাজার কোটি টাকাটা বাদ দিলে জিডিপি জিরো জিরো জিরো জিরো। কিছু দেয়নি স্টেট গভমেন্টগুলোকে। এগুলো চালাবে কোথায় থেকে। মানিট্রান্সফার নাথিং। পাবলিক স্পেন্ডিং নাথিং। কোভিডের জন্যে খরচা করা, মার্কেটকে ডেভলপ করা। কিচ্ছু নাই, পাবলিক স্পেন্ডিং নাথিং।”

এরপরই তিনি বলেন, “এই দুর্দিনে কেন্দ্র মানুষকে ধোঁকা ও ভাঁওতা দিচ্ছে। কর্মসংস্থানের কোন কথা নেই, কিছু দেওয়া হয়নি। এই শূন্যের থালি নিয়ে মানুষের কি হবে। বিপদে পড়া মানুষদের কিছু দেওয়া হল না, কেন কৃষি ঋণ মুকুব করা হলো না? কেন্দ্রের এই প্যাকেজ সম্পূর্ণ আই ওয়াশ। আমরা ৫২ হাজার কোটি টাকা বকেয়া পাই, সেটা দিচ্ছে না।”

পাশাপাশি তিনি কেন্দ্রের ৩ লক্ষ কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ঋণ দেওয়ার প্রসঙ্গকেও কটাক্ষ করে বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আমরা বাংলায় ৯০ হাজার কোটি টাকা দিয়ে থাকি।’