নিজস্ব প্রতিবেদন : বাংলার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর একাধিক বুথ ফেরত সমীক্ষা উঠে এসেছিল রাজ্যে পুনরায় ক্ষমতায় আসছে তৃণমূল। তবে বিজেপির নেতৃত্ব সেই সকল সমীক্ষাকে অতটা গুরুত্ব দিতে চায়নি। বরং তারা বারংবার দাবি করে এসেছে বিজেপি সরকারে আসবে।
তবে এই দাবির পরিপ্রেক্ষিতে রবিবার ভোট গণনা শুরু হতেই প্রথম থেকেই অনেকটা পিছিয়ে পড়ে বিজেপি। রাজ্যে বিজেপি পিছিয়ে পড়লেও প্রথম থেকেই এবারের বিধানসভা নির্বাচনের পাখির চোখ নন্দীগ্রাম কেন্দ্রে চমক দিতে থাকেন শুভেন্দু অধিকারী। একাধিক রাউন্ড গণনার পরও তিনি বেশিরভাগ ক্ষেত্রে পিছিয়ে রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।
একদিকে যখন রাজ্যে তৃণমূল পুনরায় সরকার গঠন করার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক সেইসময় তৃণমূল সুপ্রিমোর এইভাবে পিছিয়ে থাকা অধিকাংশ অনুরাগীকেই ব্যথিত করে। তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা নেত্রীদের তরফ থেকে কখনোই হতাশ হতে দেখা যায়নি। তাদের তরফ থেকে বাড়ানোর দাবি করা হচ্ছিল, ‘নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেনই’। আর শেষমেষ তাই-ই বাস্তবায়িত হলো।
West Bengal CM Mamata Banerjee wins Nandigram constituency by 1200 votes, defeating BJP's Suvendu Adhikari.
(File photo) pic.twitter.com/kMzRKcmqJH
— ANI (@ANI) May 2, 2021
[aaroporuntag]
ভোট গণনার শেষ মুহূর্তে জানা যায় মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে হারিয়ে দিয়েছেন। খুব অল্প ব্যবধানে হলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে হার স্বীকার করতে হলো মেদিনীপুরের ভূমিপুত্রকে। সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানানো হয়েছে, নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায় ১২০০ ভোটে জয়লাভ করেছেন।