Holi 2025: ভূতপ্রেতদের সাথে হোলি খেলা হয় এই স্থানে! কারা খেলেন জানেন?

সামনেই হোলি। হোলি খেলায় মেতে উঠবেন ছোট থেকে বড়ো সকলেই। গোটা দেশ জুড়ে এই হোলি খেলেন নানান সম্প্রদায়ের মানুষজন। তবে এই হোলিকে কেন্দ্র করে এক ভিন্ন চিত্র ফুটে ওঠে বেনারসের বুকে। লাল নীল সবুজ আবিরের বদলে হোলি খেলা হয় শ্মশানের ছাইভস্ম।
শুনেই অবাক লাগছে তাই না? অবাক হলেও এটি সত্যি।

জানেন কোথায় খেলে এই হোলি? ভারতের আধ্যাত্মিক নগরী বেনারসে এই হোলি খেলা প্রচলিত রয়েছে। শ্মশান ঘাটে, বিশেষ করে মণিকর্ণিকা ঘাটে পালিত হয় এই হোলি। প্রথাগত হোলির সঙ্গে এই হোলির আকাশ পাতাল তফাৎ। এবার হোলি পড়েছে আগামী ১৪ই মার্চ। তবে এই মাসান হোলি উদযাপিত হবে দুদিন আগে ১১ই মার্চ।

আরও পড়ুন: Holi 2025 Rashifol: এই ছয় রাশির মধ্যে কোন রাশির জাতক আপনি? দোলের উৎসবেই ভাগ্য ফিরবে এই জাতকদের

তন্ত্র মন্ত্র জানা সাধুসন্ত সারা দেশের বিভিন্ন জায়গায় যেমন হিমালয়, বেনারস, নাসিক, উজ্জয়িনীতে আছেন তেমন দক্ষিণ ভারতেও রয়েছে। তবে অঘোরীদের এই হোলি অন্য কোনও স্থান নয়, একমাত্র বেনারসে খেলা হয়। মাশান বা মশান শব্দটি এসেছে শ্মশান থেকে। তা খেলার উপকরণ মৃতদেহ-পোড়া ছাই। যার একটাই অর্থ জীবনের কঠিন সত্য হল মৃত্যু। তাই ছাইকে সেই ভাবনার প্রতীক মেনে এই হোলি খেলেন তারা।

একটি বহু প্রাচীন বিশ্বাসও রয়েছে তাদের মধ্যে রংভরী একাদশীর দিনে ভগবান শিব তার ভক্তদের সঙ্গে এই হোলি খেলেন। তিনি তার সাথী সঙ্গী প্রেতআত্মাদের সঙ্গে এই হোলি খেলেন বলে মনে করা হয়। নিজেদের আরাধ্য দেবতার এই হোলিখেলাকে স্মরণীয় রাখতেই অঘোরী বাবাদেরদল শ্মশানের ঘাটে এই হোলি খেলেন।