চা বেচে মালামাল, ৯০ লক্ষের বিলাসবহুল গাড়ি কিনলেন এমবিএ চাওয়ালা

নিজস্ব প্রতিবেদন : চাওয়ালেদের (Chai Wala) এখন বাজার রমরমিয়ে। বিশেষ করে উচ্চশিক্ষিত হওয়ার পর যারা চা বিক্রি করার পেশা বেছে নিয়েছেন তারাই এখন দেশজুড়ে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু। ঠিক সেই রকমই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এক এমবিএ চাওয়ালা (MBA Chai Wala)। এই এমবিএ চাওয়ালা হলেন প্রফুল্ল বিল্লোড় (prafull billore)। প্রফুল্ল বিল্লোড় হলেন সেই জলজ্যান্ত ব্যক্তির উদাহরণ যারা মানুষকে চা খাইয়ে তা থেকে উপার্জিত অর্থ সঞ্চয় করে নিজের স্বপ্ন পূরণ করছেন।

ইউটিউব থেকে ফেসবুক অথবা অন্য কোন সোশ্যাল মিডিয়া ঘাটলেই পাওয়া যাবে প্রফুল্ল বিল্লোড়কে। তিনি এমবিএ ড্রপ আউট হয়ে কয়েক বছর আগে চা বিক্রি করা শুরু করেন। এরপরই বদলে যায় তার ভাগ্য। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তার পরিচিতি। ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে প্রফুল্লর সম্পত্তি।

প্রফুল্ল বিল্লোর ২০১৭ সালে মাত্র ৮ হাজার টাকা বিনিয়োগ করে চায়ের দোকান খুলেছিলেন। সেই দোকান থেকে যা উপার্জন হতো তা দিয়ে কোনক্রমে সংসার চলতো তার। কিন্তু তিন বছর পর অর্থাৎ ২০২০ সালে তার ভাগ্য বদলে দেয় একটি ভাইরাল ভিডিও। বর্তমানে দেশে ১০০টি আউটলেট রয়েছে তার। দেশ ছাড়াও দেশের বাইরে যুক্তরাষ্ট্রেও সম্প্রতি আউটলেট খুলেছেন তিনি।

ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার পর প্রফুল্ল ধীরে ধীরে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে রয়েছেন। সম্প্রতি তিনি একটি বিলাসবহুল গাড়ি Mercedes-Benz GLE 300d কিনেছেন। এই গাড়িটির এক্স শোরুম প্রাইস হল ৯০ লক্ষ টাকা। সেই গাড়ি কেনার পর তিনি ইনস্টাগ্রামে তা সম্পর্কে তথ্য পেশ করেছেন।

প্রফুল্ল বিল্লোর যে গাড়িটি কিনেছেন সেই গাড়িটি ভারতের বাজারে অন্যতম বিলাসবহুল গাড়ি হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই গাড়িতে যে ফিচার রয়েছে তার অবিশ্বাস্য। এতে রয়েছে ৩ লিটার ৬ সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ৪৩৫ bhp শক্তি এবং ৫২০ nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই গাড়িতে রয়েছে ৯ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। গাড়িটি ০ থেকে ১০০ kmph গতি তুলতে সময় নেয় মাত্র ৫.৩ সেকেন্ড। গাড়িটির সর্বোচ্চ গতি ২৫০ কিমি প্রতি ঘন্টা।