রাজ্যে ধেয়ে আসছে দুর্যোগ, বুধবার থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

নিজস্ব প্রতিবেদন : বিপুল পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করার কারণে অতি সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে আগামী বুধবার থেকেই রাজ্যের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত মাঝে মাঝে রোদের দেখা মিললেও বুধবার থেকে এই দুর্যোগ ধেয়ে আসার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার থেকে রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ। এই বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে পাহাড়ি এলাকায় ধস দেখা যেতে পারে। পুনরায় নদনদীর জলস্তর বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা করা হচ্ছে। নদ নদীর জল বৃদ্ধি পাওয়ার কারণে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে বলেও সর্তকতা জারি করা হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তর প্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এই অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের উপর বিস্তৃত। অন্যদিকে বিহার থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা। এসবের প্রভাবেই রাজ্যে জলীয়বাষ্প ঢুকেছে বিপুল পরিমাণে।

মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি না দেখা গেলেও বুধবার থেকে এই অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার।

দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম এই তিন জেলায় সবথেকে বেশি বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে বৃষ্টি যদি না হয় তাহলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে অথবা আরও বাড়বে।