রাজমিস্ত্রি থেকে কোটিপতি! রাতারাতি ভাগ্য খুলল বীরভূমের পরিযায়ী শ্রমিকের

রাতারাতি ভাগ্য ফিরল এক পরিযায়ী শ্রমিকের। যে পরিযায়ী শ্রমিক ৪০ দিন ধরে কর্মরত ছিলেন চেন্নাইয়ে। আর চেন্নাই থেকে বাড়ি ফিরেই তিনি রাতারাতি কোটিপতি হয়ে উঠলেন।

বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ের বাসিন্দা সঞ্জয় বাদ্যকর রাজমিস্ত্রির কাজ করেন চেন্নাইয়ে। দীর্ঘ ৪০ দিন ধরে কাজ করার পর তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার সময় বোলপুর স্টেশনে নামেন সাঁইথিয়া যাওয়ার জন্য লোকাল ট্রেন ধরতে। হাতে কিছুটা সময় থাকাই তিনি বাইরে এক টিকিট বিক্রেতার থেকে লটারির টিকিট কেনেন। আর সেই লটারির টিকিট এই তিনি পেয়েছেন প্রথম পুরস্কার এক কোটি টাকা।

আরও পড়ুন: ‘শুধু হওয়া গরম হবে’, কাশ্মীরের পহেলগাঁও নিয়ে মুখ খুললেন বাম নেতা বিমান বসু

এক কোটি টাকা জেতার খবর পেতেই তড়িঘড়ি তিনি নিজের সুরক্ষার জন্য ছুটে যান মল্লারপুর থানায়। সেখানে পুলিশের দারস্ত হলে পুলিশের তরফে তাকে সমস্ত রকম সহযোগিতা করা হয়।

এই বিপুল পরিমাণ টাকা নিয়ে সঞ্জয়ের বাড়িঘর তৈরি করার পাশাপাশি কিছু জমি জমা কেনার ইচ্ছে রয়েছে।