শ্রাদ্ধ হয়ে যাওয়ার পর মাকে খুঁজে পেলেন ছেলে

শ্রাদ্ধ হয়ে যাওয়া মাকে ফিরে পেলেন ছেলে। অবিশ্বাস্য হলেও এমন নিয়ে ঘটনা ঘটলো বীরভূমে। ২৫ বছর আগে ২০০১ সালে বীরভূমের লাভপুরের আদিবাসী পাড়া লাঘাটার এক আদিবাসী মহিলার স্মৃতি বিভ্রাট হয়ে নিখোঁজ হয়ে যান। এরপর আর তার কোন খবরা খবর পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরে খবরাখবর না পাওয়ার পরিপ্রেক্ষিতে নিখোঁজ আদিবাসী ওই মহিলা রূপালী হেমব্রমের শ্রাদ্ধ করে ফেলা হয়। তবে এসবের মধ্যেই আচমকা সুখবর আসে।

আরও পড়ুন : সৌরভের বীরভূম সফর স্থগিত! ফের কবে আসবেন জানিয়ে দিলেন

গত মঙ্গলবার রাজস্থানের ভরতপুর জেলার আপনার ঘর নামে একটি আশ্রম থেকে যোগাযোগ করে জানানো হয় ২৪ বছর ধরে ওই আদিবাসী মহিলা তাদের হোমে রয়েছেন। হঠাৎ করে ওই মহিলার স্মৃতি ফিরে আসে এবং তারপরেই তিনি নিজের ঠিকানা জানান হোম কর্তৃপক্ষকে।

এরপর ওই হোম কর্তৃপক্ষ ইন্টারনেটের মাধ্যমে লাভপুরের সোনালী হিন্দু হোটেলের সঙ্গে যোগাযোগ করেন। তারপর ওই হোটেলের মালিক লাঘাটার আদিবাসী পাড়ার মানুষদের সঙ্গে যোগাযোগ করেন এবং তারপর ভিডিও কলের মাধ্যমে নিখোঁজ ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়।

ভিডিও কলে ওই সাক্ষাতেই সবাই একে অপরকে চিনতে পারেন। তারপর ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ওই মহিলাকে ফিরিয়ে আনার জন্য রওনা দেন।