আর কষ্ট করে স্বাস্থ্য কেন্দ্র অথবা হাসপাতালে যাওয়ার দরকার নেই, এবার পাড়ায় বসেই মিলবে যাবতীয় চিকিৎসা। অবিশ্বাস্য হলেও এমনই এক পরিষেবা এবার শুরু হলো বীরভূমের নানুর ব্লকে। বলা যেতে পারে নানুর ব্লকের স্বাস্থ্য পরিকাঠামোই এটি একটি নতুন সংযোজন। ঠিক কি চালু করা হলো জানেন?
আসলে এবার বীরভূমের নানুর ব্লকে চালু হল ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র। শুক্রবার নানুর বিধানসভার চারকোল গ্রাম পঞ্চায়েতের মুরারিপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে মোবাইল মেডিকেল ইউনিট পরিষেবার উদ্বোধন করা হয়। যে ইউনিট এবার সাধারণ মানুষদের দোরগোড়ায় পৌঁছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেবে।
আরও পড়ুনঃ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত চাষীরা! আন্দোলনে বিজেপি, তুমুল বিক্ষোভ খয়রাশোলে
কি কি থাকছে? নতুন ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রতে দুজন চিকিৎসক, একজন নার্স, একজন ল্যাব টেকনিশিয়ান তো থাকছেনই, এ পাশাপাশি থাকবে ওষুধ, সমস্ত ধরনের রক্ত পরীক্ষার ব্যবস্থা, ইসিজি, রক্তচাপ মাপার ব্যবস্থা থেকে শুরু করে এক্সরে করার বন্দোবস্ত।
জানা যাচ্ছে সপ্তাহি তিন দিন এই ইউনিট সাধারণ মানুষদের দোরগোড়ায় পৌঁছে পরিষেবা প্রদান করবে। স্বাভাবিকভাবেই এমন একটি পরিষেবা সাধারণ মানুষদের অনেক উপকারে আসবে।
