Birbhum: বীরভূমের আজব গ্রাম! যে গ্রামে পৌঁছলেই মোবাইল হয়ে যায় খেলনা। কাজে আসে না কোন কিছুই। যে গ্রামে পৌঁছলেই চলে না ইন্টারনেট, হয়না কোন ফোন কল! বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে দাঁড়িয়েও এমন গ্রাম কোথায় রয়েছে সেটাই ভাবছেন তো!
তথ্যপ্রযুক্তির যুগে দাঁড়িয়ে বীরভূমের (Birbhum) যে গ্রামে প্রবেশ করলেই মোবাইল ফোন অকেজো হয়ে যায় সেই গ্রামটি হল খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার পেঁচালিয়া। ঝাড়খন্ড সীমান্ত ঘেঁষা ওই গ্রাম বাবুইজন গ্রাম পঞ্চায়েতের একমাত্র গ্রাম যা ডিজিটাল ইন্ডিয়ার মানচিত্রের বাইরে। এই গ্রামে অন্ততপক্ষে ৫০০ পরিবারের বাস, প্রত্যেক বাড়িতেই রয়েছে মোবাইল ফোন, কিন্তু মিলে না নেটওয়ার্ক।
এখন ভাবতে পারেন নেটওয়ার্ক না পাওয়া গেলে মোবাইল ফোন কি কাজে আছে অথবা তারা কিভাবে ফোন কল বা ইন্টারনেট চালান? এর জন্য তাদের বেশ কসরত করতে হয়। ফোন কল তো দূরের কথা সামান্য মেসেজ করতেও তাদের ছুটে যেতে হয় গ্রাম থেকে কয়েকশো মিটার দূরে একটি নির্জন মাঠে। ফোন কল থেকে শুরু করে মোবাইল সংক্রান্ত যাবতীয় কাজের ক্ষেত্রে তাদের ভরসা ওই নির্জন মাঠই।
গ্রামের অনেকেই রয়েছেন যারা ফাঁকা ওই মাঠের বদলে আবার উঁচু বাড়ির ছাদ, গাছের উপরে উঠেও কথা বলেন। দশ বছর আগে হয়তো এমন গ্রাম দেশের অনেক জায়গাতেই ছিল, যে সকল গ্রামে মোবাইল নেটওয়ার্ক ঠিক ভাবে পাওয়া যেত না। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়েও এমন অদ্ভুত চিত্র বীরভূম (Birbhum) কেন গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতের কোথাও এখন আর দেখা যায় না বললেই চলে।