Mark Zuckerberg: ব্যবহার করতে হবে না আর মোবাইল, কিসের সন্ধান দিলেন মার্ক জুকারবার্গ?

Mark Zuckerberg: বর্তমানে এক মুহূর্ত কাটানো অসম্ভব। আধুনিক যুগে বিভিন্ন কাজে প্রয়োজন মোবাইল ফোন। বিনোদন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজেও মোবাইল ফোনের দরকার পড়ে। বলা যেতে পারে মোবাইল ফোন সারা জীবন অচল। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত মোবাইল ফোন হল মানুষের বর্তমান সময়ের অন্যতম সঙ্গী। প্রতিদিনকার বিভিন্ন কাজে এই প্রয়োজন পড়ছে মোবাইলের। তবে এবার মার্ক জুকারবার্গের গলায় শোনা গেল অন্য একটি তথ্য। তিনি বললেন এই মোবাইল ফোনের আর দরকার নেই।

জুকারবার্গ (Mark Zuckerberg) স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগামী ১০ বছরের মধ্যেই হারিয়ে যেতে চলেছে মোবাইল ফোন। মানুষের কাছে মোবাইল ফোনের গুরুত্ব আস্তে আস্তে কমে যাবে। তার জায়গা নিয়ে নেবে স্মার্ট গ্লাস। যতদিন যাবে যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের জীবন হয়ে উঠবে অনেক বেশি আধুনিক। প্রযুক্তি এত বেশি উন্নতি সাধন করবে যে মোবাইল ফোনের জায়গা হবে শেষপর্যন্ত কোন মিউজিয়ামে। এই প্রযুক্তি প্রতিটি মানুষের জীবনকে একেবারে বদলে দেবে।

এখনো পর্যন্ত কোনো কাজ করতে গেলে মানুষ হাত ধরে আস্তে আস্তে করে কিন্তু কিছুদিন বাদে সেটা চলে আসবে চোখের সামনে। ভবিষ্যতে মানুষকে পরিচালনা করতে হবে ডিজিটাল গ্লাস এবং হারিয়ে যাবে মোবাইল ফোন। তাহলেই কি সমস্ত সমস্যার সমাধান ঘটে যাবে? মানুষের পকেটে নয়, চোখের সামনেই থাকবে সবকিছু। ভবিষ্যৎ সময়ে মানুষের প্রয়োজনীয় জিনিস মানুষের চোখের সামনেই থাকবে তারজন্য মানুষকে আর কষ্ট করতে হবে না। সেখান থেকে নিজের ইচ্ছামতো তাকে পরিচালনাও করা যাবে।

আরও পড়ুন: আবারো ৪ দিনের জন্য বন্ধ থাকবে এই রুটের মেট্রো চলাচল, কি কারনে এই ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের?

স্মার্ট গ্লাস কোন কাল্পনিক কথা নয়, ভবিষ্যতে এমনটাই হতে চলেছে তা জোর দিয়ে বলছে জুকারবার্গ (Mark Zuckerberg)। মেটা এবং অ্যাপেলের পক্ষ থেকে এই কাজ চলছে জোরগতিতে। তারা এখন একসঙ্গে তৈরি করার চেষ্টায় রয়েছেন কোটি কোটি স্মার্ট গ্লাস। স্মার্ট গ্লাসকে প্রথম সারিতে নিয়ে আসার জন্য তারা দিনরাত এক করে কাজ করছেন। চোখের সামনেই যদি প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় তাহলে কেমন হবে জানেন কি? চোখে নিমেষে সমস্ত কাজ হয়ে যাচ্ছে ডিজিটালভাবে। সেখান থেকে সুরক্ষিত থাকবে আপনার যাবতীয় তথ্য।

জুকারবার্গ (Mark Zuckerberg) আরো জানিয়ে দিয়েছেন যে, স্মার্ট গ্লাস এতটাই হালকা হবে ওজনে যে মানুষ সারাদিন নিজের চোখে পড়ে থাকলেও কোনও সমস্যা হবে না। পকেট থেকে মোবাইল বের করার আর দরকার পড়বে না। মোবাইলের সমস্ত কাজই সেরে ফেলবে স্মার্ট গ্লাস। তবে অবশ্যই এর সঙ্গে যুক্ত থাকবে কানের হেডফোন। যদি ফোন আসে তাহলে আপনি নিজের চোখেই সেই নম্বরটি দেখতে পারবেন। সেইমতো স্মার্ট গ্লাসে ক্লিক করলেই সোজা কথা বলতে পারবেন।