লাল্টু: তিন বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটল বীরভূমে। তিন বছর আগে যে মোবাইল টাওয়ার কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়েছিল, সেই মোবাইল টাওয়ার বুধবার কালবৈশাখীর ঝড়ে ফের ভেঙ্গে পড়ল।
বুধবার বিকাল গড়াতেই আকাশ কালো মেঘে ঢাকা পড়ে। শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় আর বৃষ্টি। আর এই কালবৈশাখী ঝড়ের তান্ডবেই দুবরাজপুরের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের বালিজুরি এলাকায় ভেঙে পড়ে ওই মোবাইল টাওয়ারটি। মোবাইল টাওয়ারটি ভেঙ্গে পড়ার পাশাপাশি ভেঙ্গে পড়েছে হাইটেনশন ইলেকট্রিক পোল। এর পাশাপাশি তীব্র ঝড়ে ক্ষয়ক্ষতির মুখোমুখি বেশ কিছু বাড়ি ও গাছ।
মোবাইল টাওয়ার এবং ইলেকট্রিক পোল ভেঙ্গে পড়ার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে লোকপুর-দুবরাজপুর রাস্তায়।
এদিনের কালবৈশাখী এবং বজ্রবিদ্যুতের ঘটনায় দুবরাজপুর শহরের এক নম্বর ওয়ার্ডের বৈরাগীকোন্দা আদিবাসী পাড়ায় একটি মাটির বাড়িতে বাজ পড়ার ঘটনায় আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় ওই বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। এছাড়াও দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু গাছ ক্ষতির মুখোমুখি।