Loan Crime: দিনদিন বেড়েই চলেছে নানা ধরনের কুকর্ম। সৎপথে রোজগারের পরিবর্তে বহু মানুষ অসৎ পথে রোজগার করছেন। যার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে অন্যান্য মানুষদের। তেমনি এক ঘটনার শিকার হলেন এক যুবক।.ঋণের সুদের টাকা পরিশোধ করতে না পারায় চাপ দেওয়া হয় কিডনি বিক্রির জন্য। দাবি করা হয় অধিক টাকার। থানায় অভিযোগ করতেই গ্রেফতার ওই সুদখোর ও কিডনি পাচারকারী।
কোথায় ঘটেছে এই ঘটনা?
সূত্রের খবর, ঋণ অপকর্মের (Loan Crime) এই ভয়ানক ঘটনাটি ঘটেছে অশোকনগরে। অর্থাৎ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত সদর মহকুমার অশোকনগর থানার অন্তর্ভুক্ত এলাকায় এক যুবকের সাথে ঘটেছে এই ঘটনা। যেখানে সুদের টাকা আদায়ের জন্য ওই যুবককে কিডনি বিক্রির চাপ দেন ওই সুদখোর। আর তারপরেই ঘটে ভয়ঙ্কর ঘটনা।
ঘটনাটি ঠিক কী?
খবর অনুযায়ী, অশোকনগর থানার অন্তর্ভুক্ত এক যুবক সাংসারিক পরিস্থিতিতে ঋণগ্রস্থ হয়েছিলেন। যার জন্য তিনি সুদের হারে ৬০,০০০ টাকা ধার নিয়েছিলেন অশোকনগর থানার হরিপুর ভৈরবতলার সুদখোর বিকাশ ঘোষের থেকে। ঋণ দেওয়ার পর থেকেই তিনি প্রতিনিয়তই সুদ দিতে থাকেন বিকাশকে। যার পরিমাণ গিয়ে দাঁড়ায় ১ লক্ষ ২০ হাজার টাকায়। কিন্তু বিপরীতে আসল টাকা পরিশোধ করতে পারেননি ওই যুবক। আর তারপরে ঋণ অপকর্মের (Loan Crime) খেলা শুরু করেন বিকাশ ঘোষ হরফে শীতল।
ওই যুবককে কী চাপ দিয়েছিলেন সুদখোর বিকাশ?
ঋণের আসল টাকা শোধ করতে না পারায় ওই যুবককে শীতল ঘোষ পরিষ্কার জানিয়েছিলেন খুব শীঘ্রই তার আসল টাকা মেটানোর জন্য। এই শুনে তার আর্থিক সংকটের কথা বিকাশ ঘোষকে জানান ওই যুবক। কিন্তু যুবকের পরিস্থিতিকে উপেক্ষা করে বিকাশ জানিয়ে দেন, যেখান থেকে হোক যেভাবে হোক ৬০ হাজার টাকা ফেরত দিতে হবে। আর সেই সূত্রেই যুবক ও তার স্ত্রীকে কিডনি বিক্রির পরামর্শ দিয়েছিলেন সুদখোর বিকাশ। সেই পরিস্থিতিতে কিডনি বিক্রি করতে রাজি হয়ে যান তারা। শীতল ঘোষ এক মহিলার সাথে যোগাযোগ করিয়ে দিলে এক নামিদামি বেসরকারি হাসপাতালে ওই যুবকের স্ত্রী কিডনি বিক্রি করেন। আর তারপরেই থানায় ঋণ অপকর্মের অভিযোগ জানান ওই যুবক।
আরও পড়ুন: জাতীয় সড়কে টোল ট্যাক্স বৃদ্ধির বিরুদ্ধে সরব বেসরকারি বাস সংগঠন
কী অভিযোগ করেন ওই যুবক?
সুদখোর ও কিডনি পাচারকারী বিকাশ ঘোষের বিরুদ্ধে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন ঋণগ্রস্ত ওই যুবক। অভিযোগ করে ওই যুবক বলেন, ঋণ পরিশোধের জন্য বিকাশ তাদের কিডনি বিক্রির পরামর্শ দিলে তারা সেই পরামর্শে রাজি হয়ে যান। কিন্তু পরবর্তীতে কিডনি বিক্রির পর ওই দম্পতির থেকে ৬০ হাজার টাকার বদলে ২ লক্ষ টাকা দাবি করেন। আর এই ঋণ অপকর্মের (Loan Crime) শিকার হয়ে কি করবেন তা বুঝতে না পারে অশোকনগর থানায় অভিযোগ করেন ওই যুবক।
যুবকের অভিযোগে কী পরিস্থিতি অশোকনগর থানায়? কতজন গ্রেফতার হলেন?
ঋণ অপকর্মের (Loan Crime) অভিযোগে তৎক্ষণাৎ সুদখোর কিডনি পাচারকারী বিকাশ ঘোষ হরফে শীতলকে গ্রেপ্তার করেন অশোকনগর থানা। আদালতের নির্দেশ মতো তদন্তে নেমেছে অশোকনগর পুলিশ প্রশাসন। চলছে জিজ্ঞাসাবাদের পালা। জানার চেষ্টা করা হচ্ছে এই চক্রান্তের সাথে আর কে কে জড়িত।