Money Plant Vastu : মানি প্ল্যান্ট কীসে রাখলে মিলবে আর্থিক সমৃদ্ধি? জানুন বাস্তুশাস্ত্রের কথা

Money Plant Vastu : বর্তমান দিনে ঘরবাড়িকে আরও সাজিয়ে তুলতে অনেকেই ছোট চারাগাছ রঙিন টবে ঝুলিয়ে বাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে তোলেন। এতে যেমন গাছের সংখ্যা বাড়ে তেমনই বাড়িতে এক সুন্দর মনোরম পরিবেশ গড়ে ওঠে। যেখানে স্বাচ্ছন্দ্য অবসর সময় কাটানো যায়।

এমনই এক উদ্ভিদ হল মানি প্ল্যান্ট যা দেশের ঘরে ঘরে বেশ জনপ্রিয়। বাস্তুশাস্ত্র মতে, এই উদ্ভিদটি কেবল ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে তা নয়, বরং পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়িয়ে তোলে। সমস্ত নেতিবাচক শক্তিকে হারিয়ে ইতিবাচক শক্তির জন্ম দেয় এই সুন্দর প্ল্যান্টটি।

অধিকাংশ সময়ে এই প্ল্যান্ট মাটির টবে পোতা হয়, তবে আর একটু এস্থেটিক করে তুলতে এখন এই প্ল্যান্ট রঙিন কাঁচের বোতলে রাখা হয়। এই প্ল্যান্ট বাতাসকে পরিশুদ্ধ করে যার ফলে আশেপাশের পরিবেশ সুস্থ থাকে। মানি প্ল্যান্ট এর লতাপাতা গুলি খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, যা অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

তবে শুধু সৌন্দর্য বাড়ানোর জন্যই নয়, কাঁচের বোতলে মানি প্ল্যান্ট রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ কাঁচের স্বচ্ছতার জন্য গাছের শিকরে আলো ভালোভাবে খেলে বেড়ায় যার দরুন গাছের লতা পাতা দ্রুত বেড়ে ওঠে। তা বাদেও কাঁচের বোতলে গাছকে জল দেওয়া ও পরিচ্ছন্ন রাখা মাটির টবের তুলনায় সহজ যা গাছকে সুস্থ ও সতেজ রাখে।

সাধারণ কাছের বোতলের পাশাপাশি নীল ও সবুজ রঙের গাছের বোতলে মানিপ্লান্ট রোপন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ এই রঙগুলি আর্থিক সমৃদ্ধির সাথে বিশেষভাবে যুক্ত। এছাড়া অতিরিক্ত ধুলো ময়লা ব্যাকটেরিয়ার মুক্ত রাখতে কাচের বোতলের জল মাঝে মধ্যেই বদলানো দরকার আপনিও যদি আপনার ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে একটি মানিপ্লান্ট একটি রঙিন গাছের বোতলে রোপন করতে পারেন।