বৃহস্পতিবার থেকেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। তিনদিনে রাজ্য জুড়ে তাপমাত্রা বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস।
শুক্র থেকে রবিবারের মধ্যে কলকাতাতেও গরমের দাপট বাড়বে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ ছিল ৩৬ ডিগ্রি। আগামী কয়েকদিনে শহরের পারদ ৩৮ থেকে ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। ঝড়বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া থাকবে শুকনো ও অস্বস্তিকর।
আরও পড়ুন: ক্রিকেট দুনিয়ায় বীরভূমের নাম উজ্জ্বল করলো ছোট্ট সুবর্ণ! পেল সৌরভের থেকে পুরস্কার
উত্তরবঙ্গের উচ্চভূমিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজায় থাকবে তাপপ্রবাহের আশঙ্কা। শনিবার ও রবিবার মালদহে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। রবিবার থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
এদিকে, নির্ধারিত সময়ের অনেক আগেই বর্ষার আগমন ঘটতে চলেছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৩ মে-র মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছে যাবে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। সাধারণত ২২ মে বর্ষা সেখানে পৌঁছয়, গত বছর ১৯ মে এসেছিল। এবছর আরও আগেই বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে, যা গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে।