Most Expensive Colour: হার মানবে সোনা রুপো! এই রঙ তৈরি হয় বিশেষ পাথর গুঁড়িয়ে, দাম হলুদ ধাতুর চেয়েও বেশি!

Most Expensive Colour which costs more than gold: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা রাত পোহালেই দোল উৎসব। শুরু হবে চারিদিকে রঙের খেলা। এই উৎসব শুধু বাঙ্গালীদের নয়, সারা ভারতবাসী অপেক্ষা করে এই দিনটির জন্য। একে অপরকে আনন্দের, ভালোবাসার রঙে রাঙিয়ে দেওয়ার জন্য। এ বছর দোল পূর্ণিমা ২৫.০৩.২০২৪ সোমবারে হলেও সারা ভারতজুড়ে চারিদিকে রং খেলা শুরু হয়ে গেছে শনি রবিবার থেকেই। উৎসবের আমেজে মেতে উঠেছে ভারতবাসী। আবিরের রঙে রঙিন হয়ে রয়েছে ভারতবর্ষ।

খুব স্বাভাবিকভাবেই বছরের এই সময়টায় রঙের ব্যবসা ফুলেফেঁপে ওঠে। আর তাই জন্য আবিরের যোগান দিতে মরিয়া ব্যবসায়ীরা। বেশ কয়েক মাস আগে থেকেই জোর কদমে চলছে আবির তৈরির কাজ। বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, বিভিন্ন দামের আবির বাজারে পাওয়া যায় এই সময়। আপনি কি জানেন এমন এক ধরনের আবির আছে যার দাম (Most Expensive Colour) সোনা রুপার চেয়েও বেশি? সেই আবির এতটাই দুষ্প্রাপ্য যে কেনার আগে ধনীরাও সংকোচ বোধ করেন। কোথায় পাওয়া যায় এই আবির? কেনই বা এত দাম? বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।

বিশ্বের সবচেয়ে দামি রং হল ল্যাপিস লাজুলি থেকে তৈরি হওয়া নীল রং (Most Expensive Colour)। ল্যাপিস হল মূলত একটি পাথর। এই পাথরকে গুঁড়ো করে এই রং তৈরি করা হয়। বর্তমানে এই রং পাওয়া যায় না বললেই চলে। প্রাচীনকালে রেনেসাঁস যুগের মাইকেলেঞ্জেলের মতো বিখ্যাত কিংবদন্তী চিত্রশিল্পীরা এই রং ব্যবহার করতেন। এই রংটি এতটাই বিরল যে অর্ডার দেওয়ার পর কয়েক মাস অপেক্ষা করতে হতো শিল্পীদের।

আরও পড়ুন 👉 Dog Safety on Holi: দোলে ভুলেও কুকুরের গায়ে রঙ দেবেন না, দিলেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ, জানালো লালবাজার

এই রং (Most Expensive Colour) এর ব্যবহার সব থেকে বেশি পাওয়া যায় পান্ডুলিপিতে। মূলত লেখক বা চিত্রশিল্পীরা এই ধরনের রং ব্যবহার করতেন বলে গবেষকরা জানিয়েছেন। সেমিপ্রেশাস স্টোন হিসাবে ব্যবহৃত ১ ক্যারেট ল্যাপিস লাজুলির দাম ১১ হাজার টাকা। অর্থাৎ, ১ গ্রামের দাম দাঁড়াবে ৮০ হাজার টাকা। আফগানিস্তানের পার্বত্য অঞ্চলে এই ধরনের পাথর পাওয়া যায়। এই পাথরকে গুড়ো করে রং তৈরি করার কাজ মোটেও সহজ নয়। তাই ধীরে ধীরে এর ব্যবহার কমে এসেছে। ১৮২০ সালের দিকে ফ্রান্স ও জার্মানিতে সিন্থেটিক আল্ট্রামেরিন তৈরি করা শুরু হয়। আর সেগুলিই বিকল্প রঙ হিসেবে ব্যবহৃত হতে থাকে।

আফগানিস্তানের পাহাড়ি এলাকা থেকে পাওয়া এক ধরনের নীল রংয়ের পাথর হল ল্যাপিস লাজুলি (Most Expensive Colour)। এই পাথরটি একসময় লাজবর্দ বা রাজাবর্ত নামে পরিচিত ছিল। প্রাচীন ভারতীয় সংস্কৃতির স্বীকৃত নটি রত্নের মধ্যে অন্যতম ল্যাপিস লাজুলি। শাস্ত্রে এই রত্নের অনেক গুরুত্ব রয়েছে। শাস্ত্র মতে, কুষ্টিতে শনির উচ্চ অবস্থান থাকলে কুম্ভ বা মকর রাশির জাতকরা এইরত্ন ধারণ করে উপকার পেতে পারেন।