লাল্টু মুখার্জি: সিভিকে কর্মরত ছেলের থেকে টাকা নিয়ে চা খেতে যাওয়াই কাল হল বাবার। চা খেয়ে আর বাড়ি ফেরা হল না। মৃত্যু হল পথ দুর্ঘটনায়। রবিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানা এলাকায়।
সিভিক ভলান্টিয়ার অভিজিৎ ডোমের কাছে জয়দেব মোড়ে ১০ টাকা নিয়ে চা খাওয়ার জন্য যান তার বাবা স্বপন ডোম। চা খাওয়ার পর পানাগর-দুবরাজপুর রাজ্য সড়ক ধরে খাগড়া গ্রামে বাড়ি ফিরছিলেন। সেই সময় ইলামবাজারের দিক থেকে জয়দেব মোড়ের দিকে আসছিল হাই স্পিড মোটরবাইক। খাগড়া মোড়ের কাছে মুখোমুখি ধাক্কা হয় সাইকেল ও মোটরসাইকেল।
দুর্ঘটনার খবর পেয়ে জয়দেব মোড় থেকে সিভিকে কর্মরত অভিজিৎ ডোম ঘটনাস্থলে গিয়ে দেখেন তার বাবা অচৈতন্য অবস্থায় রাস্তার ধারে পড়ে রয়েছে। এরপরই তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসক তাকে বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়েই দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ছুটে যান দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন। সিভিকের পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি।
এমন দুর্ঘটনায় মৃত স্বপন ডোমের বয়স ৫৫ বছর। তিনি দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের খাগড়া গ্রামের বাসিন্দা। আহত মোটরবাইক আরোহীদের নাম শেখ সোহেল ও শেখ সুরজ। তাদের দুজনের বাড়ি দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের বোধগ্রামে। গুরুতর আহত দুজনকেই দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।