Advertisements

Viral Video of Motorcycle: ১০৬ টাকা লিটারে পেট্রোল কেনার দিন শেষ! জল আর প্রেসার কুকারের ম্যাজিকে ছুটবে মোটরবাইক

Prosun Kanti Das

Published on:

The bike is running without petrol, video is going viral on social media: বাইকে তেলের খরচ সামলাতে আপনি কি হিমশিম খাচ্ছেন? এক ভারতীয় ইউটিউবার বাইকারদের সুবিধার জন্য বড় করলো এক দারুণ উপায়। বাইক মালিকদের কিন্তু পেট্রল খরচের জন্য প্রত্যেক মাসে একটা মোটা টাকা খরচ হয়। এই খরচ সামলানোর জন্যই কেউ ৫০ থেকে ১০০ টাকার তেল ভরিয়েই রেখে দেন বাইক। কিন্তু ভারতীয় ইউটিউবারের পরীক্ষাতে আর এরকম করতে হবেনা আপনাকে। সেই ভিডিও ভাইরাল হলো নেট দুনিয়াতে (Viral Video of Motorcycle)।

Advertisements

কখনও কি শুনেছেন শুধুমাত্র জল এবং প্রেশার কুকারের সাহায্যেই দৌড়বে আস্ত মোটরসাইকেল? হ্যাঁ ঠিকই শুনছেন শুধু জলেই দৌড়তে পারে মোটরসাইকেল? এরজন্য কি করেন উক্ত ইউটিউবার? প্রথমে তিনি ২০ লিটারের ফুয়েল ট্যাংক জল দিয়ে ভরে দেন। তারপর ক্যালসিয়াম কার্বাইড নিয়ে প্রেশার কুকারে জলের সঙ্গে মিশিয়ে দেয়। উক্ত ইউটিউবার যেভাবে ভিডিওতে (Viral Video of Motorcycle)বর্ণনা দিয়েছেন, তাতে জল ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসেটিলিন গ্যাস বলে কিছু তৈরি করে।

Advertisements

গোটা প্রক্রিয়াটি শুনতে যতটা সহজ আদতে কিন্তু তেমন নয়। ক্যালসিয়াম কার্বাইড এবং জলের অনুপাত সুনির্দিষ্টি হতে হবে নাহলে ঘটতে পারে বিপদ মানে আগুন ধরে যেতে পারে। এরপর একটি সিরিঞ্জ ব্যবহার করে, এটি সহজেই মেডিক্যাল স্টোরগুলিতে পেয়ে যাবেন। তার এয়ার ইনটেক পাইপে ছিদ্র করা হয় এবং বাইকে গ্যাস স্থানান্তর করা হয়।

Advertisements

ভাইরাল ভিডিওতে (Viral Video of Motorcycle) দেখা গেছে এরপর ওই ইউটিউবার কিন্তু বাইকে চেপে বসেন এবং কিক স্টার্ট দিতে থাকেন। ইঞ্জিনটি দ্রুত শুরু না হলেও ১২ তম চেষ্টায় ইঞ্জিনটি জেগে ওঠে। ইউটিউবার মনে করেন বাইক এখনও দুর্বল রয়েছে। চাপ বৃদ্ধি করার জন্য তিনি কিছুটা ক্যালসিয়াম কার্বাইড যোগ করেন। মোটরবাইকে দুজন মানুষ বসেন এবং যেই কিক স্টার্ট দিয়েছেন বাইকটির ইঞ্জিন স্টার্ট নিয়ে নিয়েছে। পেট্রল ছাড়া যদি বাইক চালাতে চান তাহলে শুধু পিছনে কাউকে রাখতে হবে সেই মানুষটি এই প্রেশার কুকারটি ধরে রাখবেন।

ইউটিউবে পরীক্ষামূলক এইসব ভিডিও বানিয়ে বেশ জনপ্রিয় এই ইউটিউবার। ইতিমধ্যে জল দিয়ে বাইক কিভাবে দৌড় করানো যায় সেই ভিডিয়ো (Viral Video of Motorcycle) ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৭ কোটিরও বেশি মানুষ। মানুষ তো এইসব অদ্ভুত ভিডিও দেখে রীতিমতো অবাক। কেউ মজার ছলে বলছেন, এইধরনের প্রতিভা সংরক্ষিত করা উচিত। আবার একজন লিখেছেন, পেট্রোল থেকে জলের দাম এখন বেশি হবে। কেউ কেউ বলেছেন, সরকার এটি দেখার পর প্রেশার কুকারের দাম বাড়িয়ে দিতে পারে। প্রতিদিনকার যাতায়াতের ক্ষেত্রে আদৌ কি এটি করা যায়?

Advertisements