IPack এর সল্টলেকের অফিসে ED র হানার প্রতিবাদে নামতেই চ্যাংদোলা করে মহুয়া শতাব্দীকে নিয়ে গেল পুলিশ

বৃহস্পতিবার সকাল থেকে রাজ্য তোলপাড় হয়ে ছিল মূলত রাজ্যের শাসক দল তৃণমূলের ভোটকৌশলী আইপ্যাকের অফিসে ইডির হানার পরিপ্রেক্ষিতে। যে ঘটনায় রাজ্য তোলপাড় হওয়ার পাশাপাশি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সল্টলেকের আইপ্যাকের অফিসে গিয়ে ঠাঁই থাকতে দেখা যায় এবং বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায়।

এমন ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালেই রাজ্যের সমস্ত জায়গায় তৃণমূল কর্মীদের তরফে প্রতিবাদ মিছিল করা হয়। আর শুক্রবার এই ঘটনার প্রতিবাদে অমিত শাহের অফিসের বাইরে ধর্না দিচ্ছিলেন ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায়, মহুয়া মৈত্রসহ তৃণমূলের আট সাংসদ। আর এই ধর্না দেওয়ার সময়েই তাদের টেনে হিজরে দিল্লী পুলিশ তুলে দেয় বলে অভিযোগ এবং চ্যাংদোলা করে শতাব্দী রায় ও মহুয়া মৈত্রকে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ গোটা দেশ সুবিধা পেলেও বাংলা ‘বঞ্চিত’! বঙ্গসফরে এসে বড় দাবি জেপি নাড্ডার

এদিনের এমন ঘটনার পরিপ্রেক্ষিতে শতাব্দী রায় জানিয়েছেন, ভোট এলেই অমিত শাহের এসব মনে পড়ে। তিনি পাঠিয়েছিলেন। আর যতই যা করা হোক না কেন তৃণমূলকে হারানো যাবে না।