ভোটের আগে ছেলের পাশেই শিশির অধিকারী, তৃণমূলকে দিলেন কড়া হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদন : ২০ বছরের বেশি সময় তৃণমূলের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে থাকার পর একুশের নির্বাচনের আগে অধিকারী পরিবারের সাথে তৃণমূলের দূরত্ব বাড়তে থাকে। আর এই দ্রুত বাড়ার কারণে অবশ্যই তৃণমূল ছেড়ে আসা প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হতেই তৃণমূল নেতা করলেন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা অধিকারী পরিবার নিয়ে তীব্র কটাক্ষ করেন। আর এসবের জবাব শুভেন্দু অধিকারীকে দিতে দেখা যায় বিজেপিতে যোগ দেওয়ার পর। তবে প্রবীণ তৃণমূল নেতা শিশির অধিকারীকে এযাবত সেভাবে মুখ না খুললেও এবার মুখ খুলতে দেখা গেল।

প্রবীণ তৃণমূল নেতা শিশির অধিকারী এখনো তৃণমূলের সদস্য এবং তৃণমূল সাংসদ থাকলেও ভোটের আগে ছেলে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি দিতে দেখা গেল তৃণমূলকে। বুধবার তিনি বলেন, “ছেলেকে আক্রমণ করা হলে ছেড়ে কথা বলবো না।” আর এই হুঁশিয়ারি মাধ্যমেই শিশির অধিকারী ইঙ্গিতে বুঝিয়ে দিলেন আর তাকে তৃণমূলের হয়ে পথে নামতে দেখা যাবে না।

শিশির অধিকারী বুধবার জানান, “সম্প্রতি চোখের অপারেশন হয়েছে। এখন অনেকটাই সুস্থ থাকলেও ছেলেরা বাড়ি থেকে বের হতে বারণ করেছে।” পাশাপাশি তিনি জানান, “বাম-কংগ্রেসও এমন আক্রমণ করেনি যা তৃণমূল করছে।” আর এর সাথে সাথেই তিনি সাফ জানিয়ে দেন, ছেলে অর্থাৎ শুভেন্দুকে আক্রমণ করা হলে ছেড়ে কথা বলবেন না তিনি।

[aaroporuntag]
শিশির অধিকারীর তরফ থেকে এমন মন্তব্যের পর পাল্টা তৃণমূলের তরফ থেকে কিছু একটা আসবে তা অবশ্যম্ভাবী। আর সেই মতই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “শিশিরদা প্রবীণ মানুষ। তাঁর শরীর কোথায় হৃদয় কোথায় মানুষ জানেন। উনি তো পা বাড়িয়েই আছেন।” অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের কথা অনুযায়ী শিশির অধিকারী বিজেপিতে পা দেওয়ার জন্য মুখিয়ে আছেন।