চলন্ত ট্রেনের সামনে থেকে ব্যক্তিকে রক্ষা করলেন কনস্টেবল, কুর্নিশ নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন : বছরের শুরুতেই পরিত্রাতা হিসাবে নজির গড়লেন রেল পুলিশের এক কনস্টেবল। একেবারে ট্রেনের সামনে থাকা এক ব্যক্তিকে মুহুর্তের মধ্যে হ্যাঁচকা দিয়ে রেললাইন থেকে তুলে পুনর্জীবন দিলেন ওই কনস্টেবল। আর হাড়হিম করা ওই মুহূর্তের ভিডিও দেখে নেটিজেনরা ওই কনস্টেবলের কাজকে কুর্নিশ জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে নতুন বছরের প্রথম দিনেই মুম্বইয়ের দহিসর স্টেশনে। জানা গিয়েছে, গণপত সোলাঙ্কি নামের ৬০ বছর বয়সী ওই প্রবীণ ব্যক্তিটি ব্যারিকেড পেরিয়ে ওপ্রান্ত থেকে এসে এপ্রান্তের প্ল্যাটফর্মে আসছিলেন। আর তখনই তিনি এমন বিপত্তির সম্মুখীন হন।

ভিডিওতে দেখা যাচ্ছে, ওপার থেকে এপাড়ে আসার সময় গন্ডগোল বাঁধে তাঁর জুতো খুলে যাওয়ায়। রেললাইনের অন্যপাশে দাঁড়িয়ে খুলে যাওয়া জুতো পরে নেন তিনি। এদিকে ততক্ষণে প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে ট্রেন। তার সামনে থাকা কনস্টেবল তাকে বারবার সতর্ক করলেও তিনি সেভাবে ভ্রূক্ষেপ করেননি করেননি।

আসলে তিনি হয়তো আন্দাজ করেছিলেন ট্রেন আসার আগেই তিনি প্লাটফর্মে উঠে যাবেন। কিন্তু আন্দাজ মতো তা হয়নি। যদিও ওই কনস্টেবলের তৎপরতার জোরে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ওই বৃদ্ধ ব্যক্তি।