কোচিং ছাড়া হারিকেনের আলোয় পড়ে WBCS ক্র্যাক, সবার অনুপ্রেরণা হকারের ছেলে মিজানুর

নিজস্ব প্রতিবেদন : কথায় আছে ইচ্ছে থাকলে সব হয়। ইচ্ছে শক্তির জোরেই সফলতা অর্জন পাওয়াকে ফের একবার প্রমাণ করলেন মুর্শিদাবাদের মিজানুর রহমান। যার বাবা পেশায় একজন হকার, মা কোনদিন শিক্ষার আঙিনায় পা রাখেননি, তিনি আজ WBCS ক্র্যাক করে নজির তৈরি করলেন আর অন্যদের অনুপ্রেরণা যোগাচ্ছেন।

মিজানুর রহমান মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা। ফুল শহরী গ্রামে এক চিলতে বাড়িতে বাবা-মা এবং ছয় ভাই বোন নিয়ে তাদের বাস। টালির চালের নিচে হারিকেনের আলোয় পড়াশুনা করে এইভাবে সফলতা অর্জন করবেন মিজানুর তা কেউ ভেবে উঠতে পারেননি। তবে মিজানুরের মধ্যে প্রথম থেকেই বিশ্বাস ছিল একদিন সে সফলতা অর্জন করবে।

আর্থিকভাবে অনেক পিছিয়ে থাকার কারণে মিজানুর কোচিং নিতে পারেনি প্রথম দিকে। যদিও পরে তার বাবার ইচ্ছাতেই শেষ মুহূর্তে কোচিং নেন। হকারি করে সংসার চালালেও তার বাবা তোফজুল ইসলাম কখনো পড়াশোনা দিক দিয়ে মিজানুরকে অভাব বুঝতে দেননি। মিজানুর জানিয়েছেন, পড়াশোনার জন্য যা যা দরকার তিনি সঠিক সময়েই বাবারা থেকে পেয়ে যেতেন।

মিজানুর তার অদম্য প্রচেষ্টায় WBCS-র জেনারেল ক্যাটাগরিতে ১৯ এবং বি গ্রেডের পুলিশ সার্ভিস ক্যাটাগরিতে ৬ র‍্যাঙ্ক করতে সক্ষম হয়েছেন। খুব তাড়াতাড়ি তিনি চাকরিতে যোগ দেবেন আর তার এইভাবে সফলতা অর্জনের খবর ছড়িয়ে পড়তেই তাকে দেখতে এলাকার বাসিন্দারা ভিড় জমাচ্ছেন।

মিজান ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলেন বলে জানা গিয়েছে। আর তার এই পড়াশোনাকে কাজে লাগিয়ে এখন তিনি যেভাবে সফলতা অর্জন করেছেন তার পরিপ্রেক্ষিতে যাতে আগামী দিনে ভাইবোনেদের জন্য কিছু করতে পারতেন সেই স্বপ্ন দেখছেন মিজানুর। মিজানুর এইভাবে সফলতা অর্জন করে শুধু নিজের ক্যারিয়ার তৈরি করলেন তা নয়, এর পাশাপাশি তিনি সমাজের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন তা নিয়ে কোন সন্দেহ নেই।