MyJio: বড়লোক হওয়ার সুযোগ করে দিচ্ছে Jio, শুধু MyJio অ্যাপে করতে হবে এই কাজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে জায়গা করে নিয়েছে মুকেশ আম্বানির জিও (Jio)। মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও কেবলমাত্র গ্রাহকদের নতুন নতুন অফার এবং নতুন নতুন প্রযুক্তি উপহার দেয় না, এর পাশাপাশি সংস্থার তরফ থেকে গ্রাহকদের প্রতিদিন বাড়তি রোজগারের সুযোগও দেওয়া হয়। এই সুযোগ রয়েছে সংস্থার MyJio অ্যাপেই। অনেকেই MyJio অ্যাপের এমন সব সুবিধা সম্পর্কে জানেনই না। অনেকেই আবার রয়েছেন যারা নিজেদের ফোনে MyJio অ্যাপ ইনস্টল করেই রাখেননি।

Advertisements

MyJio অ্যাপ থেকে বাড়তি রোজগারের জন্য কোন অসাধ্য সাধন করতে হয় না গ্রাহকদের। যেমন কেবলমাত্র কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়, অথবা স্পিন করে পুরস্কার দিতে নিতে হয়। আমার কোন কোন ক্ষেত্রে কেবলমাত্র ভিডিও এবং ভিডিওর মধ্যে থাকা বিজ্ঞাপন দেখেই পাওয়া যায় বাড়তি ডেটা। MyJio অ্যাপের এইসব সুবিধা সম্পর্কে অনেকেই জানেন না আর জানলে তারা এখনই ছোট্ট এই সকল কাজ করা শুরু করে দেবেন।

Advertisements

MyJio অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের পুরস্কার জিতে নেওয়ার জন্য অ্যাপের মধ্যে থাকা Play and Win অপশনটি খুঁজে বের করতে হবে। এরপর দেখা যাবে সেখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। প্রথমেই রয়েছে Silk the Story of Us, যেখানে আপনি ৬ জিবি ডেটা জিতে নিতে পারেন একদম বিনামূল্যে। এর জন্য আপনাকে নিজের সম্বন্ধে কিছু বলতে হবে।

Advertisements

আরও পড়ুন ? Jio New Offer: আর কিনতে হবে না ল্যাপটপ, ডেস্কটপ, ফোন! এবার এসব ভাড়ায় দেবে জিও

একইভাবে Wheel of fortune নামের একটি ক্যাটাগরি দেখতে পাওয়া যাবে যেখানে চাকা ঘুরিয়ে বিভিন্ন ধরনের কুপন পাওয়া যাবে। এছাড়াও রয়েছে বিজ্ঞাপন দেখে ২০ জিবি ডেটা জিতে নেওয়ার সুযোগ। রয়েছে বিভিন্ন কয়েন জেতার সুযোগ। পাশাপাশি আরও যে সকল ক্যাটাগরি রয়েছে সেগুলির মধ্যে কার্ড স্ক্র্যাচ করে নানান ধরনের পয়েন্ট, কুপন, বোনাস কার্ড ইত্যাদি পেতে পারেন গ্রাহকরা।

এছাড়াও ভিডিও বিজ্ঞাপন এবং গেম খেলেও বিভিন্ন ধরনের কুপন ও ডেটা জেতার সুযোগ করে দিচ্ছে MyJio অ্যাপ। সংস্থার তরফ থেকে দীর্ঘদিন ধরেই এইসব সুযোগ দেওয়া হচ্ছে গ্রাহকদের। তবে অনেকেই এই অ্যাপের ভিতর কি কি রয়েছে তা ঘেঁটে দেখেননি। জিও তাদের অ্যাপে গ্রাহকদের এনগেজমেন্ট বাড়ানোর জন্যই এমন সব সুবিধা প্রদান করছে বলেই মনে করছেন টেক বিশেষজ্ঞরা।

Advertisements