বটপাতার বাঁশিতে নজরকাড়া সুর, ভিডিও দেখলে অবাক হবেন

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের খয়রাশোল ব্লকের অন্তর্গত রসাগ্রামের গেন্ডা বাদ্যকর একসময় বট পাতার বাঁশিতে সুমধুর গানের সুর তুলে ধরতেন। তবে গত কয়েক বছর আগে বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়। গেন্ডা বাদ্যকরের মৃত্যুর পর এই ধরনের প্রতিভার ক্ষেত্রে শূন্যস্থান তৈরি হয় জেলায়। তবে এবার সেই শূন্যস্থান পূরণ করলেন বীরভূমের আরেক ব্যক্তি।

বট পাতার বাঁশিতে এমন সুর তুলে নজর কেড়েছেন নবকুমার কোঁড়া বীরভূমের বোলপুর মহকুমার পাঁচশোয়া গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে সিউড়ির তিলপাড়া এলাকার একটি আদিবাসী পাড়ায় বসবাস করেন। তিনি আগে একজন রেলের অস্থায়ী শ্রমিক ছিলেন। তবে করোনাকালে সেই কাজ তাকে খোয়াতে হয়। এরপর পরের জমি লিজ নিয়ে বর্তমানে তিনি চাষাবাদ করেন।

চাষাবাদ করার পাশাপাশি তিনি একটি ব্যান্ড পার্টি তৈরি করেছেন। যে ব্যান্ড পার্টি বিভিন্ন অনুষ্ঠানে গান বাজনা করে। সেখানেই নবকুমার কোঁড়া বট পাতার বাঁশিতে সুর তোলেন। আড় বাঁশির মাধ্যমে সুর তোলা দেখে থাকলেও বট পাতার মাধ্যমে সুর তোলা নতুনত্ব হওয়ায় তার এমন প্রতিভা দেখতে ভিড় জমান বহু মানুষ এবং তার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।

তিনি এইভাবে বট পাতায় সুর তুলতে পারবেন এমনটা প্রথমে ভাবেননি। একসময় বট পাতা ভাঁজ করে তাতে ফুঁ দিয়ে দেখেন মিষ্টি আওয়াজ হচ্ছে। এরপরেই ধাপে ধাপে অনুশীলনের মাধ্যমে তিনি এমনটা আয়ত্তে এনেছেন। এখন তিনি অনায়াসে বিভিন্ন হিন্দি, বাংলা গানের সুর এই বট পাতার বাঁশিতেই তোলেন।

তবে শুধু বট পাতা নয়, এই ধরনের যেকোনো গাছের পাতাতেই তিনি বাঁশি বাজাতে পারবেন বলে দাবি করেছেন। সেক্ষেত্রে তিনি জানিয়েছেন, পাতা মোটা হলেই তাতে তিনি সুর তুলতে সক্ষম। কাঁঠাল পাতা অথবা এই ধরনের মোটা পাতায় বাঁশি বানিয়ে তিনি সুর তুলতে পারবেন।