নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের মতো রাজ্যে হাজার হাজার, লক্ষ লক্ষ পড়ুয়ারা রয়েছেন, যারা অত্যন্ত মেধাবী। কিন্তু মেধাবী হওয়া সত্বেও আর্থিক ভাবে পিছিয়ে থাকার কারণে সেই সকল পড়ুয়ারা ভবিষ্যতের জন্য ভালোভাবে তৈরি হতে পারেন না। এবার এই সকল পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল নবান্ন (Nabanna)। টাকা পয়সার জন্য যাতে পড়াশোনা আটকে না যায় তার জন্য এমন ঘোষণা।
রাজ্য সরকারের তরফ থেকে এই ধরনের পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের (SVMCM Scholarship) মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। এবার যাতে আরও বেশি পরিমাণে অর্থ প্রদান করা যায় তার জন্য ২০২৩-২৪ অর্থবর্ষে সংশ্লিষ্ট স্কলারশিপ খাতে বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করে করা হয়েছে ১৫০০ কোটি টাকা।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া এই স্কলারশিপের মাধ্যমে টাকা পাওয়ার জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গিয়েছে। গোটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। এমনকি সরকারি বিভিন্ন আধিকারিকদের সূত্রে জানা যাচ্ছে, আবেদন গ্রহণের পর যাতে মার্চ মাসের মধ্যেই পড়ুয়াদের টাকা দেওয়া সম্ভব হয় তার জন্য কাজ চলছে তৎপরতার সঙ্গে।
আরও পড়ুন ? Tata Scholarship 2024: পড়াশুনার খরচ নিয়ে চিন্তার দিন শেষ! এবার বছরে এক লক্ষ টাকা দিচ্ছে টাটা
মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা এমন স্কলারশিপের মাধ্যমে টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনের ক্ষেত্রে বদল আনা হয়েছে। আগে যারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতেন তাদের শেষ পরীক্ষায় অন্ততপক্ষে ৭৫ শতাংশ নম্বর থাকতে হতো। এখন সেই নম্বর কমিয়ে করা হয়েছে ৬০%। সরকারের এমন সিদ্ধান্তের ফলে এখনো অনেক বেশি পড়ুয়ারা এই স্কলারশিপ পাওয়ার সুযোগ পাবেন।
২০২১-২২ অর্থবর্ষে রাজ্য সরকারের তরফ থেকে এই স্কলারশিপের জন্য ১১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পরের বছর সেই টাকার পরিমাণ বেড়ে হয় ১৪০০ কোটি টাকা এবং এই বছর তা দাঁড়িয়েছে ১৫০০ কোটি টাকায়। এই স্কলারশিপের মাধ্যমে টাকা পাওয়ার ক্ষেত্রে যারা প্রথম আবেদন করছেন তাদের যোগ্যরা টাকা পাবেন আবার যারা আগে পেয়েছিলেন তারাও পুনর্নবীকরণ করতে পারেন।