প্রার্থী ঘোষণার পরেই দল ছাড়লেন নলহাটির বিধায়ক, উগরে দিলেন ক্ষোভ

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শাসকদল তৃণমূলের তরফ থেকে শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করার পর একাধিক জায়গা থেকে উঠে আসছে বিক্ষুব্ধদের প্রতিক্রিয়া। ঠিক একইভাবে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বীরভূমের নলহাটি বিধানসভার বিধায়ক মইনুদ্দিন শামস দল ছাড়ার ঘোষণা করলেন। পাশাপাশি অন্য কোন দলের হয়ে নলহাটিতে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নামার ইঙ্গিতও দিলেন।

তৃণমূলের তরফ থেকে শুক্রবার যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় তাতে দেখা যায় নলহাটি বিধানসভার বর্তমান বিধায়ক মইনুদ্দিন শামসকে পুনরায় ওই কেন্দ্রে প্রার্থী করা হয়নি। এমনকি তাকে অন্য কোন কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতায় নামার সুযোগ দেওয়া হয়নি। তার জায়গায় প্রার্থী করা হয়েছে রাজেন্দ্র প্রসাদ সিংকে। আর এরপরেই মইনুদ্দিন শামস ফেসবুক লাইভ করে দল ছাড়া এবং দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

তার দাবি, তিনি পাঁচ বছর ধরে নলহাটি এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ চালিয়ে গেছেন সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। তিনি কোনরকম দুর্নীতির সাথে আপোষ করেননি। তিনি এটাও জানান, নলহাটি বিধানসভা এলাকাকে তিনি সমস্যামুক্ত বিধানসভা কেন্দ্র তৈরি করার প্রতিজ্ঞা নিয়েছিলেন। কিন্তু দল সরিয়ে দিলো!

এর পাশাপাশি একাধিক অভিযোগ তুলে তিনি দল ছাড়ার পাশাপাশি জানিয়ে দেন, আসন্ন বিধানসভায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে কোন দলের হয়ে তিনি প্রার্থী হবেন তা এখনই জানান নি। এর পাশাপাশি তিনি তৃণমূলকে বিজেপির বি টিম বলেও অভিযোগ করেন। পাশাপাশি তিনি বলেন, যেন রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করা হয়।

[aaroporuntag]
মইনুদ্দিন শামস আগামী দিনে এই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন করবেন, নাকি অন্য কোন রাজনৈতিক দলে যোগ দিয়ে মনোনয়ন জমা করবেন তা এখনই তিনি ঘোষণা না করলেও এবিষয়ে আগামী দুদিনের মধ্যে জানিয়ে দেবেন বলে জানিয়েছেন।